রাজনৈতিক কারণে ভারত পাকিস্তানে না যাওয়ায় এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। আর এর সুবিধা একমাত্র ভারতই পাচ্ছে। সবগুলো ম্যাচ খেলছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। বাকিদের শহর বদলানোর সঙ্গে দেশ বদলানোর ঝামেলা পোহাতে হচ্ছে। যা নিয়ে সমালোচনার মুখে রোহিত শর্মার দল।
তবে ভারতের পেসার মোহাম্মদ শামি স্বীকার করে নিয়েছেন, একই শহরে থাকা এবং খেলার বিষয়টি অবশ্যই তাদের বাড়তি সুবিধা দিচ্ছে।
অস্ট্রেলিয়াকে প্রথম সেমিফাইনালে হারানোর পর ভারতের এই পেসার বলেছেন, ‘এটা নিশ্চিতভাবেই আমাদের সাহায্য করছে। আমরা এখন কন্ডিশন ও পিচের আচরণ সম্পর্কে পুরোপুরি অবগত।’
শামি বলেন, ‘এক ভেন্যুতে সবগুলো ম্যাচ খেলা মানে সেটা অবশ্যই আমাদের বাড়তি সুবিধা।’
এদিকে, অধিনায়ক রোহিত শর্মা ও কোচ গৌতম গম্ভীর অবশ্য এর বিপরীত মন্তব্যই করেছেন। রোহিত বাড়তি সুবিধার কথা উড়িয়ে মন্তব্য করেছিলেন, ‘এটা আমাদের হোমগ্রাউন্ড নয়, এটা দুবাই। আমরা খুব বেশি ম্যাচ খেলারও সুযোগ পাই না। এটা আমাদের জন্যও নতুন।’
আগামী ৯ মার্চ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।
বিডি প্রতিদিন/মুসা