ভারতের অধিনায়ক রোহিত শর্মা আবারও টস হারলেন। চ্যাম্পিয়নস ট্রফিতে এটি নিয়ে টানা চার ম্যাচে টস হারলেন রোহিতের। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সেমিফাইনালে টস হেরে ফিল্ডিং করছে ভারত।
আজকের ম্যাচসহ, অধিনায়ক রোহিত শর্মার জন্য এটি টানা ১১ ওয়ানডে ম্যাচে টস হারের ঘটনা। বর্তমানে রোহিত শর্মা যৌথভাবে টস হারানোর দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন।
এদিকে, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর থেকে ভারত টানা ১৪টি ওয়ানডে ম্যাচে টস হেরেছে।
টানা তিন জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রেখেছে ভারত।। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে ভারত। রোহিত শর্মার দল চারটি স্পিনার নিয়ে দল সাজিয়েছে। অন্যদিকে, অস্ট্রেলিয়া দলের দুটি পরিবর্তন এসেছে।
চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছেন ওপেনার ম্যাথিউ শর্ট। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে কুপার কনলিকে। এছাড়া, পেসার স্পেন্সার জনসনকে বাদ দিয়ে তানভীর সাঙ্গাকে একাদশে অন্তর্ভুক্ত করেছে অস্ট্রেলিয়া।
বিডি প্রতিদিন/মুসা