চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে আগে ব্যাটিংয়ে নেমে ম্যাট হেনরির বোলিং তোপে পড়ে ভারত। পরে নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২৪৯ রান তোলে রোহিত শর্মার দল।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ১৫ রানে শুভমান গিলের উইকেট হারায় তারা। বেশিক্ষণ টিকতে পারেননি রোহিত শর্মাও। কাইল জেমিসনের বলে পছন্দের পুল শট খেলতে গিয়ে স্কয়ার লেগে ইয়াংয়ের হাতে ক্যাচ দেন তিনি।
দ্রুত ২ উইকেট হারানোর পর হাল ধরতে পারেননি বিরাট কোহলি। আজ ১১ রানে আউট হয়েছেন গত ম্যাচের সেঞ্চুরিয়ান। ম্যাট হেনরির বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ডান পাশে শূন্যে ভেসে কোহলির ক্যাচ নিয়েছেন গ্লেন ফিলিপস।
চতুর্থ উইকেট জুটিতে হাল ধরেন অক্ষর প্যাটেল ও শ্রেয়াস আইয়ার। দুজনে মিলে গড়েন ৯৮ রানের জুটি। এই দুজনের জুটিতে যখন বড় সংগ্রহের পথে এগোচ্ছিল ভারত, তখনই ব্রেকথ্রু এনে দেন পার্ট টাইম স্পিনার রাচিন রবীন্দ্র। উইকেটের অসম বাউন্সের বলি হয়ে ৪২ রান করে আউট হন অক্ষর।
তার বিদায়ের পর পঞ্চম উইকেটে ৪৪ রানের জুটি গড়েন শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল। রানের গতি বাড়াতে গিয়ে এলোপাতাড়ি শট মেরে আউট হন শ্রেয়াস আইয়ার। ৯৮ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৭৯ রান করে ফেরেন তিনি। আইয়ারের বিদায়ের পর দ্রুত ফেরেন লোকেশ রাহুল। ২৯ বলে ২৩ রান করে দলীয় ১৮২ রানে ফেরেন এই উইকেটরক্ষক ব্যাটার।
বিডি প্রতিদিন/কেএ