আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির চতুর্থ দল হিসেবে গতকাল (শনিবার) সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। তবে তারা ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবেই সেরা চারে উঠেছে। বৃষ্টির কারণে একটি ম্যাচ পরিত্যক্ত হলেও, বাকি দুটি ম্যাচে জিতেছে টেম্বা বাভুমার প্রোটিয়া শিবির। তাদের আগেই সেমিফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়া।
সেমিতে ভারতের ভেন্যু ও সময় আগেই নির্ধারিত ছিল, এখন তাদের প্রতিপক্ষ জানার অপেক্ষা!
চারটি দল সেমিফাইনাল নিশ্চিত করা সত্ত্বেও অপেক্ষাটা মূলত এখনও গ্রুপপর্বের ম্যাচ বাকি থাকায়। আজ (রবিবার) দুবাইতে গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে ‘এ’ গ্রুপ থেকে সেমিতে ওঠা ভারত ও নিউজিল্যান্ড। এই ম্যাচে জয়ী দল হবে গ্রুপসেরা। ভারত গ্রুপসেরা হলে সেমিতে তাদের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের রানারআপ অস্ট্রেলিয়া।
অন্যদিকে, ভারতকে হারিয়ে নিউজিল্যান্ড গ্রুপসেরা হয়ে সেমিতে উঠলে, তখন ‘এ’ গ্রুপের রানারআপ ভারত সেমিতে মুখোমুখি হবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিত-কোহলিদের প্রতিটি ম্যাচই হচ্ছে একই ভেন্যু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। তারা ফাইনালে উঠলে সেখানেই হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। একইভাবে ভারতের জন্য আগেভাগেই নির্ধারিত ছিল প্রথম সেমিফাইনাল, ৪ মার্চে হতে যাওয়া ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া কিংবা দক্ষিণ আফ্রিকা।
অন্যদিকে, ভারতের জন্য ভেন্যু ও সময় নির্ধারিত থাকায় দ্বিতীয় সেমিফাইনালটি কারা খেলবে সেটিও এখনও নিশ্চিত হয়নি। কিউইদের বিপক্ষে তাদের আজকের ম্যাচ শেষেই দুই সেমিফাইনালের প্রতিপক্ষ জানা যাবে। দ্বিতীয় সেমিফাইনাল হবে ৫ মার্চ লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। পরবর্তীতে ৭ মার্চ দুবাই (ভারত উঠলে) কিংবা লাহোরে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনাল। দুই সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ