চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়ানোড় আগেই রিকি পন্টিং আফগানিস্তানকে নিয়ে ভালো সম্ভাবনার কথা জানিয়েছিলেন। তবে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই ১০৭ রানের বিশাল ব্যবধানে হেরে যায় আফগানরা। টুর্নামেন্টে টিকে থাকতে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতে তাদের জিততেই হতো। শ্বাসরুদ্ধকর সেই ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে আফগানিস্তান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আফগানিস্তান। চ্যাম্পিয়নস ট্রফির উত্তেজনাপূর্ণ ম্যাচে গতকাল শুক্রবার নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার মধ্যকার লাহোরের ম্যাচটি যখন জমে উঠছিল, তখনই হানা দেয় বৃষ্টি। মাঠ ভিজে যাওয়ায় খেলা আর সম্ভব হয়নি।
ফলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচটি পরিতাক্ত হওয়ার আগে আফগানিস্তান টসে জিতে ৫০ ওভার ব্যাটিং করে সবগুলো উইকেট হারিয়ে ২৭৩ রান সংগ্রহ করে। জবাবে অস্ট্রেলিয়া ১২.৫ ওভারে ১০৯ রান তুলেছিল মাত্র ১ উইকেট হারিয়ে। ট্র্যাভিস হেড অপরাজিত ছিলেন ৫৯ রানে, যা ম্যাচকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলেছিল। কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি আফগানিস্তানের স্বপ্ন ধুয়ে দিল।
এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দু’দলই এক পয়েন্ট করে পেলেও অস্ট্রেলিয়ার সেমিফাইনাল প্রায় নিশ্চিত হয়েছে। কিন্তু আফগানিস্তানের জন্য এখন একমাত্র আশার আলো যদি ইংল্যান্ড বিশাল ব্যবধানে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারে।
টুর্নামেন্টে তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তিনে অবস্থান আফগানিস্তানের। সমান ম্যাচে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। আফগানদের সমান তিন পয়েন্ট পাওয়া দক্ষিণ আফ্রিকার একটি ম্যাচ বাকি আছে। সেই ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতলে অজিদের সঙ্গী হয়ে সেমিফাইনাল নিশ্চিত করবে। অন্যদিকে আফগানিস্তানকে যদি সেমিতে যেতে হয়, তাহলে বাকি থাকা ম্যাচে ইংলিশদের বিপক্ষে হারতেই হবে প্রোটিয়াদের।
হারের ব্যবধানটাও হতে হবে বিশাল। যদি ইংল্যান্ড জিতে, তাহলে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের পয়েন্ট হবে ৩। সমান পয়েন্টের ক্ষেত্রে বিবেচনায় আসবে দুই দলের নেট রান রেট। সেখানে বেশ পিছিয়ে আফগানরা। আফগানিস্তানের নেট রান রেট -০.৯৯০, অন্যদিকে দক্ষিণ আফ্রিকার নেট রান রেট + ২.১৪০। এ অবস্থায় আফগানিস্তান সেমির যোগ্যতা অর্জন করতে হলে দক্ষিণ আফ্রিকাকে অন্তত ২০৭ রানে হারতে হবে ইংল্যান্ডের কাছে (যদি ৩০১ রানের লক্ষ্য তাড়া করতে নামে)। তবে ম্যাচটি অবশ্যই পূর্ণ ৫০ ওভারের হতে হবে।
আফগানিস্তানের সেমিফাইনালে যাওয়ার জন্য নিচের শর্তগুলো পূরণ হতে হবে—
- ইংল্যান্ডকে কমপক্ষে ২০৭ রানে জিততে হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে ম্যাচটি অবশ্যই পূর্ণ ৫০ ওভারের হতে হবে।
- যদি দক্ষিণ আফ্রিকা ব্যাটিং করে, তবে তারা অত্যন্ত কম রানে অলআউট হতে হবে। যেমন—
-৫০ রানে অলআউট হলে ইংল্যান্ডকে ৫.৪ ওভারে রান তাড়া করতে হবে
-৭৫ রানে অলআউট হলে ইংল্যান্ডকে ৭.৬ ওভারে রান তাড়া করতে হবে
-১০০ রানে অলআউট হলে ইংল্যান্ডকে ৯.৬ ওভারে রান তাড়া করতে হবে
-১২৫ রানে অলআউট হলে ইংল্যান্ডকে ১১.৫ ওভারে রান তাড়া করতে হবে
এই কঠিন সমীকরণ মিলবে কি না, সেটাই এখন দেখার বিষয়!
বিডি প্রতিদিন/নাজিম