ইংলিশ পরীক্ষা কিছুটা জটিল হলেও তাতে ভালোভাবেই পাস করেছে আফগান ক্রিকেটাররা। কেউ কেউ তো ব্যাটে বলে লেটার মার্কও তুলে নিয়েছেন। তাদের পাসের ফলে খোদ ইংলিশরাই ফেল করে বাড়ির পথ ধরছে। টানা দুই হারে তাদের এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রা শেষ। যা আছে তা কেবল আনুষ্ঠানিকতা।
প্রথম পাওয়ার প্লেতে ৩ উইকেট হারানোর পরও আফগান ব্যাটার ইব্রাহিম জাদরানের চ্যাম্পিয়ন্স ট্রফির রেকর্ড ১৭৭ রানের ইনিংসে আফগানিস্তান করেছিলো ৩২৫ রান। জবাবে জো রুটের দারুণ সেঞ্চুরির পরও এক বল বাকি থাকতে ৩১৭ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
ফলে ৮ রানে জিতে আফগানরা টিকে থাকল চ্যাম্পিয়নস ট্রফিতে। অন্যদিকে পরপর দুই হারে এবারের চ্যাম্পিয়নস ট্রফি শেষ হয়ে গেল অন্যতম ফেবারিট ইংল্যান্ডের।
আফগানিস্তানকে স্বপ্ন দেখানোর শুরুটা করেন জাদরান। ১৪৬ বলে ১৭৭ রানের অসাধারণ ইনিংস তার। চার দিন আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডেরই বেন ডাকেটের ১৬৫ রানের রেকর্ড ভেঙে ছাড়িয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরের নতুন রেকর্ড গড়েন আফগান এই ওপেনার।
ইংলিশদের বিপক্ষে আফগানিস্তানের টানা দ্বিতীয় জয় এটি। দুই দলের আগের দেখায় ২০২৩ বিশ্বকাপে দিল্লিতে ৬৯ রানের অবিস্মরণীয় জয় পেয়েছিল তারা। এই সংস্করণে দুই দলের চারবারের দেখায় প্রথম দুটিতে ইংল্যান্ডের জয়ের পর দুটি জিতল আফগানরা।
বিডি প্রতিদিন/নাজমুুল