চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলগতভাবে ভালো করতে না পারলেও প্রশংসা কুড়িয়েছে পেস বোলিং ইউনিট। এবার শাহীন-নাসিম-হারিসদের সঙ্গে তাসকিন-নাহিদ-মুস্তাফিজদের তুলনা করলেন পাকিস্তানের কোচ আকিব জাভেদ। বাংলাদেশের পেস বোলিং ভবিষ্যতে অনেক ভালো করবে বলেও মনে করছেন তিনি।
ভারতের কাছে পাকিস্তানের হারের পর ক্ষোভে সাবেক পেসার শোয়েব আখতার বলেছিলেন, পাকিস্তানের ক্রিকেটে এখন ট্যালেন্টই নেই। তবে এ কথায় উল্টো ক্ষোভ জানিয়েছেন আকিব।
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, মানুষ কী বলছে, এটা তাদের বিষয়। তাদের পূর্ণ অধিকার আছে। পাকিস্তানিদের নিয়ে কেন বলছে জানি না। শাহীন, হারিস, নাসিমরা ভবিষ্যতের এমনকি এখনকারও ওয়ান অব দ্য বেস্ট অপশন। ট্যালেন্ট তাহলে কী, পেস? তিনজনেরই আছে। রাইট আর্ম লেফট আর্ম পেস বোলার- তার মানে তাদের বলে গতি আছে ১৪৫ এর বেশি, বৈচিত্র্য আছে, স্কিল আছে।
এ সময় বাংলাদেশের পেস বোলিং ইউনিটের প্রশংসা করে আকিব বলেন, পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশি পেসারদের বোলিং আমি দেখেছি। ওয়েস্ট ইন্ডিজেও তাদের পারফরম্যান্স দেখেছি। আমার মনে হয় তাদের ফাস্ট বোলাররা অনেক স্কিলফুল। বিশেষ করে নাহিদ রানা। তার উচ্চতা, গতি দারুণ। তাসকিন খুব স্কিলফুল একজন বোলার। মুস্তাফিজ খুবই অভিজ্ঞ, সব ধরনের বৈচিত্র্য আছে। বাংলাদেশি বোলাররা ভালো করছে। তাদের নিয়ে আমি খুবই আশাবাদী।
বিডি প্রতিদিন/কেএ