ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে প্রশংসায় ভাসালেন ছোটবেলার কোচ রাজকুমার। বললেন, বিরাটের চেয়ে বড় ম্যাচ জেতানো ক্রিকেটার গোটা ভারতে নেই। গত রবিবার (২৩ ফেব্রুয়ারি) আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৬ উইকেটে হারায় ভারত। ২৪১ রানের জবাবে খেলতে নেমে ৪৫ বল হাতে রেখেই জয় পায় রোহিত শর্মার দল।
সেই ম্যাচে ১১১ বলে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন বিরাট। বাউন্ডারি মেরে নিজের সেঞ্চুরি পূরণ করার সঙ্গে দলকেও জিতিয়ে মাঠ ছাড়েন। সেঞ্চুরির সঙ্গে ওয়নডে ক্রিকেটে দ্রুততম ১৪ হাজার রান করেন তিনি। ২৮৭ ইনিংস খেলেন কোহলি। শচিন টেন্ডুলকারের লেগেছিল ৩৫০ ইনিংস।
ম্যাচের পর এক সাক্ষাতকারে রাজকুমার কোহিল প্রসঙ্গে আরও বলেন, “কোহলি মাঠে নামলেই সকলের প্রত্যাশা বেড়ে যায়। প্রত্যেকে আশা করে কোহলি অনেক রান করবে এবং দেশকে জেতাবে। কোহলিই এই দেশের সবচেয়ে বড় ম্যাচজেতানো ক্রিকেটার। মনে হয় না ওর মতো কোনও ক্রিকেটার দেশকে এত বেশি ম্যাচ জিতিয়েছে।”
কোহলির প্রতি যাবতীয় সমালোচনাও উড়িয়ে দিয়েছে রাজকুমার বলেন, “মানুষকে বুঝতে হবে কোহলিও একজন মানুষ। কখনওসখনও ফর্ম হারাতে পারে। কখনও ভাল বলে আউট হয়। কিন্তু ও জাত ক্রিকেটার ছিল এবং সেটাই থাকবে।”
ভারত-পাকিস্তানের এই ম্যাচটি মাঠে বসে দেখেছেন রাজকুমার। তাকে দুবাই নিয়ে যান কোহলি নিজেই। রাখেন নিজের হোটেলে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাঠে বসে ছাত্রের পুরো ইনিংসই দেখেছেন রাজকুমার।
বিষয়টি নিয়ে ওই সাক্ষাৎকারে কোহলির কোচ বলেন, ‘কোহলিই আমাকে টিকিট দিয়েছে। আমি ওর হোটেলেই থাকছি। ও জানত যে আমি কোথায় বসে আছি। এ রকম ছেলের জন্য গর্ববোধ হবেই। আপনি যদি ওর কোচ হন, তাহলে এর থেকে গর্বের মুহূর্ত আমার কাছে আর নেই।’ সূত্র: আনন্দবাজার পত্রিকা
বিডি প্রতিদিন/নাজিম