আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বড় ম্যাচে আজ (শনিবার) মুখোমুখি হয়েছে দুই পরাশক্তি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই ম্যাচটিতে ভারতের কোনো সম্পৃক্ততা থাকার কথা নয়। বিশেষত, যে দেশ রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে গিয়ে না খেলার ব্যাপারে অনড়। তবে অবাক করার মতো ঘটনা ঘটল লাহোরে—অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচের আগে মাঠে বাজতে শুরু করল ভারতের জাতীয় সংগীত!
আইসিসির নিয়ম অনুযায়ী প্রত্যেক ম্যাচের আগে দু’দলের জাতীয় সংগীত বাজানো হয়। সে অনুযায়ী, প্রথমে ইংল্যান্ডের জাতীয় সংগীত বাজানো হয়। এরপর অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা অপেক্ষা করছিলেন তাদের জাতীয় সংগীতের জন্য। কিন্তু তখনই ঘটে চমকপ্রদ এক ঘটনা—হঠাৎ করে বাজতে শুরু করে ভারতের জাতীয় সংগীত ‘জনগণমন’!
শুরুর দিকে সুরটা মৃদু থাকলেও ‘ভারত ভাগ্য বিধাতা’ অংশটি জোরে বাজতেই সবার সম্বিৎ ফিরে আসে। অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা হতবাক হয়ে যান, গ্যালারি থেকেও দর্শকরা চিৎকার দিয়ে ওঠেন। যদিও কয়েক সেকেন্ডের মধ্যেই সংগীতটি বন্ধ করে দেওয়া হয়, এরপর বাজানো হয় অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত ‘অ্যাডভান্স অস্ট্রেলিয়া ফেয়ার’।
এই ঘটনার ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, যা নিয়ে শুরু হয় হাস্যরস ও বিতর্ক।
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে থেকেই ভারত-পাকিস্তান দ্বন্দ্ব ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশেষ করে, বাংলাদেশ-ভারত ম্যাচে অফিসিয়াল ব্রডকাস্টের সময় আয়োজকদের নাম দেখানোর ঘটনায় চটেছিল পাকিস্তান। এজন্য পিসিবি আইসিসিকে ব্যাখ্যা চেয়ে চিঠি দিয়েছিল, যদিও আইসিসি একে কারিগরি ত্রুটি বলে উল্লেখ করেছে।
এবার সেই বিতর্ক শেষ না হতেই নতুন করে ভারতের জাতীয় সংগীত বাজানোর ঘটনা ঘটল পাকিস্তানের মাটিতে।
এর আগে পাকিস্তানের স্টেডিয়ামে ভারতের পতাকা না রাখার অভিযোগও উঠেছিল। শুরুতে লাহোর ও করাচির স্টেডিয়ামে সাতটি অংশগ্রহণকারী দেশের পতাকা ছিল, কিন্তু ভারতের পতাকা রাখা হয়নি। বিষয়টি ভাইরাল হওয়ার পর শেষ পর্যন্ত ভারতের পতাকাও স্টেডিয়ামে টানানো হয়।
এই বিতর্কের মধ্যেই আগামীকাল (২৩ ফেব্রুয়ারি) হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচটি পাকিস্তানের জন্য ‘বাঁচা-মরার’ লড়াই, কারণ প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরে ব্যাকফুটে আছে বাবর আজমের দল।
অন্যদিকে, বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে আত্মবিশ্বাসী অবস্থানে আছে ভারত। তবে তাদের ম্যাচগুলো পাকিস্তানে নয়, দুবাইতে অনুষ্ঠিত হচ্ছে, যা নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
আগামীকালকের ম্যাচকে ঘিরে ইতোমধ্যেই ক্রিকেট বিশ্বে উত্তেজনা চরমে পৌঁছেছে। তবে তার আগেই ভারতের জাতীয় সংগীত বাজানোর ঘটনায় নতুন করে আলোচনার কেন্দ্রে পাকিস্তান!
বিডি প্রতিদিন/আশিক