চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুটা ভালো হলো না বাংলাদেশের। দুবাইতে বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হারল শান্তর দল। পুরো ম্যাচে টাইগারদের প্রাপ্তি ছিল কেবল সেঞ্চুরিয়ান তাওহীদ হৃদয়ের সঙ্গে জাকের আলীর ইতিহাস গড়া জুটি।
এদিন ৩৫ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। টপ অর্ডারদের ব্যর্থতার একরকম ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ছিল বাংলাদেশ। সেখান থেকে সেঞ্চুরি করেছেন তাওহীদ হৃদয়। তার ক্যারিয়ার সেরা ইনিংসে লড়াইয়ের পুঁজি পায় দল। অল্প পুঁজি নিয়েও ভালোই লড়াই করেছেন স্পিনাররা। তবে শেষ পর্যন্ত ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯ ওভার ৪ বলে ২২৮ রান তুলে অলআউট হয়েছে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১০০ রান করেছেন হৃদয়। তা ছাড়া ফিফটি পেয়েছেন জাকের। ভারতের হয়ে ৫৩ রানে ৫ উইকেট শিকার করেছেন মোহাম্মদ শামি। জবাবে খেলতে নেমে ৪৬ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।
এমন হারের পর ব্যাটিং ব্যর্থতাকেই দায় দিয়েছেন শান্ত। ফিল্ডিংয়েও বেশ কিছু সুযোগ নষ্ট করেছে বাংলাদেশ। যেগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের ফলাফল ভিন্ন হতে পারতো বলে মনে করেন শান্ত।
ম্যাচ শেষে হারের কারণ হিসেবে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘পাওয়ার প্লেতে ৫ উইকেট হারানোর মূল্য দিতে হয়েছে। জাকের এবং হৃদয় দারুণ ব্যাটিং করেছে। ভারতের স্পিনারদের বিপক্ষে হৃদয় ভালো করেছে।’
মাঠে আমরা বেশ কিছু ভুল করেছি। ক্যাচ মিস এবং কিছু রান আউট মিস করেছি। যা করতে পারলে চিত্রটা ভিন্ন হতে পারতো। এছাড়া নতুন বলে যদি কয়েকটি উইকেট নিতে পারতাম তাহলেও ম্যাচটা ভিন্ন হতে পারতো।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ