চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে আজ বৃহস্পতিবার মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
অনেকদিন ধরেই গুঞ্জন ছিল– আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই ওয়ানডে ফরম্যাটে শেষ বৈশ্বিক টুর্নামেন্ট খেলতে নামছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। তবে ভারতের বিপক্ষে ম্যাচে এদিন টাইগারদের একাদশে নেই অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ।
ভারতের বিপক্ষে ম্যাচটির আগে শান্ত’র সংবাদ সম্মেলনের বেশিরভাগ জুড়েই ছিল পেসার নাহিদ রানার প্রসঙ্গ। দেশের সর্বোচ্চ গতির এই তারকাকে বাংলাদেশ কীভাবে ব্যবহার করবে, দলে তার প্রভাব মিলিয়ে প্রশ্নবান ছুটেছিল সাংবাদিকদের মুখে। তবে সবাইকে অবাক করে দিয়ে বাংলাদেশ সেই রানাকে ছাড়াই আজকের একাদশ সাজিয়েছে।
বাংলাদেশের একাদশ : সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এবং মুস্তাফিজুর রহমান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ