চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে আশাবাদী ভারতের সাবেক ক্রিকেটার মুরালি কার্তিক। বাংলাদেশের সম্ভাবনা উজ্জ্বল বলে মনে করছেন তিনি। তার মতে, বাংলাদেশ এই টুর্নামেন্টের 'ডার্ক হর্স' এবং সেমিফাইনালে পৌঁছাতে পারে। শুধু তাই নয়, তিনি বিশ্বাস করেন যে বাংলাদেশ কিংবা ভারতই ট্রফি জিততে পারে।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজে কার্তিক বলেন, ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে ভারত ও বাংলাদেশ উঠবে। পাকিস্তান ও নিউজিল্যান্ডের জন্য পরবর্তী পর্বের সম্ভাবনা তিনি কম দেখছেন। ‘বি’ গ্রুপে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়াকে ফেভারিট হিসেবে বিবেচনা করেছেন তিনি।

কার্তিক আরও বলেন, ‘ভারত এবং বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছাবে। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াও ভালো করবে।’
বেশিরভাগ এক্সপার্ট ভারতের হাতে ট্রফি উঠবে বলে ধারণা করছেন, তবে কার্তিক মনে করেন বাংলাদেশও একটি শক্তিশালী দল হিসেবে উঠে আসতে পারে।
এখন দেখার বিষয়, কার্তিকের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয় কিনা, এবং বাংলাদেশ সংশয়কারীদের ভুল প্রমাণিত করে সেমিফাইনালে জায়গা করে নিতে পারে কিনা।
বিডি প্রতিদিন/মুসা