কয়েক ঘণ্টা পরই পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টের দামামা। ঘরের মাঠে আইসিসির টুর্নামেন্ট হওয়ায় স্বাভাবিকভাবেই অন্যতম ফেবারিট দল পাকিস্তান। এরপরেও নিজ দলকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এগিয়ে রাখছেন না কামরান আকমল।
উল্টো পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ফাইনালে দেখছেন। পাকিস্তানকে শেষ চারেও রাখছেন না তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসকে এমনটিই জানিয়েছেন তিনি।
পাকিস্তান দল বেশ কিছু জায়গায় দুর্বল রয়েছে বলে মনে করেন আকমল। তাই নিজ দলকে নিয়ে তিনি বলেছেন, ‘পাকিস্তান দল হচ্ছেন এমন- যখন ভালো খেলবে তখন চাঁদেও পৌঁছাতে পারে। অন্যথা মাটিতে পড়তে সময় লাগে না। আমাদের দলে অনেক ফাঁক-ফোকর আছে। বোলাররা সংগ্রাম করছে। স্পিনাররাও ভালো করছে না। সঙ্গে ওপেনাররা ধুঁকছে। আমি জানি না, নির্বাচক এবং অধিনায়কের মাথায় কি ঘুরছে। আমাদের সভাপতিও এমন দলকে অনুমোদন দিল। এখন দেখার বিষয় সামনে কি ঘটতে যাচ্ছে। অন্যরা আমাদের থেকে বেশ ভারসাম্যপূর্ণ।’
টুর্নামেন্টে পরিস্কারভাবে ভারতকে ফেবারিট মনে করছেন আকমল। ৪৩ বছর বয়সী সাবেক ব্যাটার বলেছেন, ‘পরিস্কারভাবে ভারত ফেবারিট। তারা ফাইনাল খেলার যোগ্য দল। কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এমনটা বলতে পারি না। তারা সেমিফাইনালে উঠলেই এটাকে আমি বড় অর্জন বলব।’
একের পর এক খেলোয়াড় চোটে পড়ায় অস্ট্রেলিয়াকেও শেষ চারে রাখেননি আকমল। তিনি বলেছেন, ‘আরও ভালো দল দিতে পারতাম আমরা। আমি মনে করি, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে খেলবে। অস্ট্রেলিয়াকে রাখিনি তাদের পাঁচজন মূল খেলোয়াড় চোটে পড়ায়।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ