আর মাত্র দু’দিন পর পাকিস্তানের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির। ভারত ছাড়া ইতোমধ্যে সব দল পৌঁছে গেছে পাকিস্তানে। হাইব্রিড মডেলে রোহিত শর্মাদের সবকয়টি ম্যাচ গড়াবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। আইসিসি ইভেন্টকে সামনে রেখে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সব দেশের পতাকা উড়লেও নেই ভারতের পতাকা।
এ ব্যাপারে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে এমন চিত্র। স্টেডিয়ামটির মিডিয়া ভবনের ছাদে স্ট্যান্ডে লাগানো হয়েছে বেশ কিছু পতাকা। যার মধ্যে চ্যাম্পিয়নস ট্রফিতে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা দেখা যায়।
ভারতের হিন্দুস্তান টাইমস এর খবরে দাবি করা হয়, ভিডিওটি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের। সেখানে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও স্বাগতিক পাকিস্তানের পতাকা থাকলেও নেই ভারতের পতাকা।
ভারতীয় সংবাদমাধ্যমটি বলছে, ভারতের পতাকা না রাখাকে ভক্ত-সমর্থকেরা দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পাকিস্তানে দল না পাঠানোর বিরুদ্ধে পাকিস্তানের জবাব হিসেবে দেখছেন।
চ্যাম্পিয়নস ট্রফি প্রসঙ্গে আগে থেকেই দ্বন্দ্ব চলছে ভারত ও পাকিস্তানের। প্রথমে নিরাপত্তার কারণ দেখিয়ে পাকিস্তানে দল পাঠানোর অনুমতি দেয়নি ভারত সরকার। বিভিন্ন নাটকীয়তায় শেষ পর্যন্ত এ সমস্যার সমাধান হয় হাইব্রিড মডেলে।
প্রতিযোগিতায় অংশ নেওয়া সব দলের খেলা পাকিস্তানে হলেও শুধু ভারতের ম্যাচগুলো গড়াবে দুবাইয়ে। ভারতের পাকিস্তান সফরে বেঁকে বসার কারণে এখনও চূড়ান্ত হয়নি একটি সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ।
গ্রুপ ‘এ’ তে ভারত ও বাংলাদেশের সঙ্গে আছে নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। ‘বি’ গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের উদ্বোধনী ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ও ভারত। সূত্র: হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, এনডিটিভি
বিডি প্রতিদিন/একেএ