টুর্নামেন্ট শুরুর দুই দিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, আজ সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ লাহোর দুর্গের দিওয়ান-ই আমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে।
এতে একঝাঁক তারকার উপস্থিতি থাকবে। প্রধান আকর্ষণ থাকবেন আতিফ আসলাম। চ্যাম্পিয়ন্স ট্রফির থিম সং তার গাওয়া। উদ্বোধনী অনুষ্ঠানেও সেটাই হয়তো গাইবেন।

অনুষ্ঠানে রঙিন জগতের তারকা ছাড়াও পিসিবি সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন।
ক্রিকেট ওয়ানের খবরে বলা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা নাও হতে পার। তবে পিসিবির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এটি দেখা যেতে পারে।
টুর্নামেন্ট শুরু হবে ১৯ ফেব্রুয়ারি থেকে। প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। পরদিন দুবাইয়ে বাংলাদেশ খেলবে টিম ইন্ডিয়ার বিপক্ষে। দুই গ্রুপের ১২টি ম্যাচ শেষে হবে সেমিফাইনাল। দুটি গ্রুপ থেকে ২টি করে মোট ৪টি দল সেমিতে উঠবে। ৪ মার্চ প্রথম সেমিফাইনাল, দ্বিতীয় এর পরদিন। ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ।
সূত্র: দ্যা এক্সপ্রেস ট্রিবিউন
বিডি প্রতিদিন/মুসা