লা লিগায় ওসাসুনার বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছেন জুড বেলিংহাম। এতে কমপক্ষে ৪ ম্যাচ, সর্বোচ্চ ১২ ম্যাচ নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন এই রিয়াল মাদ্রিদ তারকা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) ওসাসুনার বিপক্ষে ম্যাচের ৩৮ মিনিটে রেফারি মুনুয়েরা মন্তেরোর সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। এরপরই স্প্যানিশ রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান। এই বিষয়ে বেলিংহাম দাবি করেন, রেফারিকে এমন কিছু বলেননি, যাতে লাল কার্ড দেখানো যায়। এখানে ভুল–বোঝাবুঝি হয়েছে। রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিও রেফারির সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন। তার মতে, রেফারি বেলিংহামের ইংরেজি বোঝেননি।
এদিকে স্প্যানিশ দৈনিক এএস জানিয়েছে, খেলা শেষে রেফারি যে প্রতিবেদন দিয়ে থাকেন, সেখানে লেখা হয়েছে ‘বেলিংহাম রেফারিকে “ফাক ইউ” বলেছেন’। শব্দটি গালি বা অপমানসূচক হিসেবে ব্যবহার হয়ে থাকে। তবে ম্যাচের পর স্প্যানিশ সম্প্রচার প্রতিষ্ঠান মুভিস্টার প্লাসকে বেলিংহাম বলেন, ‘আমি রেফারির প্রতি সম্মান রেখেই বলেছি “ফাক অফ”।’ বেলিংহাম যে শব্দটি উচ্চারণ করেছেন, সেটি সাধারণত বিরক্তি বা ‘দূর হও’–জাতীয় কথা বোঝাতে ব্যবহার হয়।
এই ইংলিশ মিডফিল্ডারের দাবি, রেফারি বুঝতে ভুল করেছেন, ‘আপনারা ঘটনার ভিডিও দেখলে বুঝতে পারবেন আমি শুধু একটা অনুভূতি প্রকাশ করেছি। একটা ভুল–বোঝাবুঝির কারণেই ঝামেলাটা বেধেছে। রেফারিকে অপমান করার কোনো ইচ্ছাই আমার ছিল না। আমি তাঁকে অপমান করিনি। রেফারিই ভুল করেছেন।’
কর্তৃপক্ষ ঘটনার ফুটেজ পর্যালোচনা করে সঠিক সিদ্ধান্তটিই নেবে বলে আশা প্রকাশ করেন বেলিংহাম।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ