চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত দলে নেই যশপ্রীত বুমরাহ। তিনি দলে না থাকায় তার অভাব যেন খুব বেশি অনুভব করছেন অনেকে। ডানহাতি এই পেসারকে ছাড়া ভারতের শিরোপা জয়ের সম্ভাবনাও বেশি দেখছেন না কেউ কেউ।
তবে ভারতের সাবেক বিশ্বকাপজয়ী তারকা হরভজন সিং নিজের উত্তরসূরীদের পরামর্শ দিয়ে বলেছেন, ‘বুমরাহ ছাড়া খেলতে শিখো।’
হরভজন বলেন, ‘আমি এখনো বিশ্বাস করি, চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতই ফেভারিট। বুমরাহ বড় এক শক্তি, সে ম্যাচ জেতাতে পারে। কিন্তু বুমরাহ ছাড়াও অনেক অভিজ্ঞ খেলোয়াড় আছে। এই যেমন আর্শদীপ, শামি, কুলদীপ ও জাদেজা। ভারতই ফেভারিট, কিন্তু তাদের ফেবারিটের মতো খেলতে হবে।’
বুমরাহ না থাকা মানে ভারতের বোলিং লাইনআপের ধারই কমে যাওয়া। নতুন বলের মতো ডেথওভারেও ভয়ঙ্কর তিনি। তবে ব্যাটারদের ছন্দের কারণে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠছেন হরভজন।
তিনি বলেন, ‘সামর্থ্যের কারণেই আমি ভারতকে ফেভারিট বলছি। রোহিত ছন্দে ফিরেছে, বিরাট (কোহলি) রান পেয়েছে, শুবমান গিল ও শ্রেয়াস আইয়ার রান করছে। ব্যাটিং ও বোলিং বিভাগ পারফর্ম করছে। আমার মনে হয়, বুমরাহর অভাবটা শেষ কয়েক ওভারে অনুভূত হবে, বিশেষ করে যখন প্রতিপক্ষের অল্প কিছু রান লাগবে আর হাতে ২ বা ৩ উইকেট থাকবে। কিন্তু টুর্নামেন্ট জিততে চাইলে আপনাকে বুমরাহকে ছাড়া খেলতে জানতে হবে।
বোর্ডার-গাভাস্কার সিরিজের শেষ টেস্টের দ্বিতীয় দিনে বোলিংয়ের সময় মাঠ ছেড়েছিলেন বুমরাহ। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মাথায় রেখে সিডনি টেস্টের বাকি অংশে আর মাঠে নামেননি ডানহাতি এই পেসার। আইসিসির টুর্নামেন্টে পুরো ফিট বুমরাহকে পেতে তাকে বিশ্রামে পাঠায় বিসিসিআইয়ের মেডিক্যাল বিভাগ।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড পরিবর্তনের শেষ দিনে এসে ভারত জানায়, সহসাই চোট থেকে সেরে ওঠা হচ্ছে না বুমরাহর। ফলে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা হচ্ছে না তার।
বিডি প্রতিদিন/এমআই