সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইউরোপীয় ফুটবলে বিশ্বরেকর্ড গড়েছেন আইরিশ ফুটবলার মাইকেল নুনান।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আয়ারল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব শার্মক রোভার্সে যোগ দেন মাইকেল নুনান। শার্মক রোভার্সের হয়ে অভিষেকেই ইতিহাস গড়লেন মাইকেল নুনান। ১৬ বছর বয়সে ইউরোপীয় ফুটবলে গোল করে জন্ম দিলেন নতুন রেকর্ডের।
বৃহস্পতিবার রাতে উয়েফা কনফারেন্স লিগের প্লে-অফ ম্যাচে মুখোমুখি হয় নরওয়ের দল মোল্ডে এবং আইরিশ ক্লাব শার্মক রোভার্স।
মাঠে নেমে একমাত্র গোলে ব্যবধান গড়ে দেন নুনান। সেই সঙ্গে তিনি হয়ে যান ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় দ্বিতীয় সর্বকনিষ্ট এবং কনফারেন্স লিগের সবচেয়ে কম বয়সী গোলদাতা।
উয়েফার সিনিয়র ক্লাব ফুটবলে সর্বকনিষ্ট গোলদাতার রেকর্ডটি আগের মতোই থাকল ঘানার নি ল্যাম্পটির কাছে; ১৯৯১ সালে তিনি উয়েফা কাপে রোমার বিপক্ষে ৩-২ গোলে হারের ম্যাচে অ্যান্ডারলেখটের হয়ে গোলের দেখা পেয়েছিলেন ১৬ বছর ১০০ দিন বয়সে।
১৬ বছর ১৯৭ দিন বয়সে এবার গোল করে তালিকার দুইয়ে উঠলেন নুনান। তৃতীয় স্থানে নেমে গেলেন বেলজিয়ামের রোমেলু লুকাকু; ২০০৯ সালের ডিসেম্বরে ইউরোপা লিগে অ্যান্ডারলেখটের হয়ে আয়াক্সের বিপক্ষে গোল করেছিলেন তিনি ১৬ বছর ২১৮ দিন বয়সে।
বিডি-প্রতিদিন/বাজিত