চোটের কারণে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন জাসপ্রিত বুমরাহ। তবে আবারও মাঠে ফিরতে ইতোমধ্যেই কাজ শুরু করে দিয়েছেন এই পেসার। ভারতের জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) রিহ্যাব করছেন তিনি।
এনসিএ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়েছেন বুমরাহ। আয়ানার সামনে দাঁড়িয়ে নিজের বর্তমান সময়ের একটি ছবি পোস্ট করেছেন তিনি। আর ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, 'রিবিল্ডিং'। অর্থাৎ ফেরার জন্য নিজেকে পুনরায় তৈরি করছেন বুমরাহ।
বুমরাহকে ফিট করার দায়িত্ব তিন জনের উপর দিয়েছে বিসিসিআই। বোর্ডের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, 'জাতীয় ক্রিকেট একাডেমিতে স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ রজনীকান্ত শিভাঙ্গনম এবং ফিজিও তুলসী রাম যুবরাজ বুমরাহকে রিহ্যাব করাচ্ছেন।'
এছাড়াও ফিটনেস সংশ্লিষ্ট আরো বেশ কয়েকজন বুমরাহর সঙ্গে কাজ করছেন। বোর্ডের সেই কর্মকর্তা বলেছেন, 'চিকিৎসক নিতিন পটেল ভারতীয় পেসারকে প্রতিটা মুহূর্তে নজরে রেখেছেন। সেই সঙ্গে জাতীয় দলের স্ট্রেংথ এবং কন্ডিশনিং কোচ সোহম দেশাই এবং ফিজিও কমলেশ জৈন খোঁজ নিচ্ছেন বুমরাহর।'
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গত ১৮ জুন ভারত ১৫ জনের তালিকা ঘোষণা করেছিল। যেখানে বুমরাহকে রেখেই নাম জমা দিয়েছিল ভারত। একইসঙ্গে তাকে রাখা হয়েছিল সদ্য সমাপ্ত ইংল্যান্ডের সিরিজের দলেও। বলা হচ্ছিল, শেষ ম্যাচটি খেলেই নিজেকে আবার মাঠে ফিরিয়ে আনবেন বুমরাহ। কিন্তু ফিটনেসে উন্নতি না হওয়ায় তাকে স্কোয়াড থেকে সরিয়ে নেয়া হয়।
বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছি, শেষ মুহূর্ত পর্যন্ত দলের সেরা পেসারের জন্য অপেক্ষা করতে চায় তারা। তবে সম্প্রতি বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে বুমরাহর পিঠের স্ক্যান করা হয়েছে। সেখানে আশানুরূপ ফল পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ