প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে উত্তাপ ছড়ানো ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে ২-২ এ হতাশার ড্র করে লিভারপুল। ম্যাচ শেষ হতেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উচ্চবাচ্য-হাতাহাতি ডাগআউটেও ছড়িয়ে পড়ে। লিভারপুল কোচ আর্নে স্লটও রেফারির দিকে তেঁড়ে আসেন। এতে করে লাল কার্ড দেখেন তিনি। লাল কার্ড দেখার ঘটনায় আরও বড় শাস্তি পেয়েছেন লিভারপুল কোচ আর্না স্লট। তাকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
লিগ কর্তৃপক্ষ বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে বলেছে, ‘আপত্তিকর, অপমানজনক বা অশালীন ভাষা ব্যবহারের জন্য’ স্লটকে লাল কার্ড দেখান রেফারি মাইকেল অলিভার।
লিভারপুলের পরের দুই ম্যাচে লিগে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ও অ্যাস্টন ভিলার বিপক্ষে টাচলাইনে দাঁড়াতে পারবেন না ৪৬ বছর বয়সী এই ডাচ কোচ। এভারটনের বিপক্ষে লাল কার্ড দেখেন স্লটের সহকারী সিপকে হুলশফও। ম্যাচ শেষে দুজনের কারোরই সংবাদমাধ্যমের সামনে কথা বলার অনুমতি ছিল না।
মার্সিসাইড ডার্বিটি বুধবার ২-২ গোলে ড্র হয়। যোগ করা সময়ের অষ্টম মিনিটে জেমস তার্কোভস্কির সমতাসূচক গোলের পর লিভারপুলের দর্শকসারির সামনে গিয়ে উদযাপন করেন এভারটনের দুকুরে, যা তাতিয়ে দেয় লিভারপুলের কার্টিস জোন্সকে, রেগে গিয়ে প্রতিবাদ জানান তিনি। ম্যাচ শেষ হতেই শুরু হয় হাতাহাতি, তাতে যোগ দেন দুই দলের বেঞ্চের খেলোয়াড়রা। ওই ঘটনায় দুকরে ও জোন্সকেও লাল কার্ড দেখান রেফারি।
বিডি প্রতিদিন/নাজিম