ব্যাট হাতে আরেকবার জ্বলে উঠলেন শুবমান গিল। প্রথম দুই ম্যাচে ফিফটি করা এই ওপেনার এবার উপহার দিলেন চমৎকার সেঞ্চুরি। সঙ্গে অন্যদের অবদানে সাড়ে তিনশ ছাড়ানো পুঁজি গড়ল ভারত। ইংল্যান্ড যেতে পারল না ধারেকাছেও। আরেকটি একপেশে লড়াইয়ে জিতে ওয়ানডে সিরিজে ইংলিশদের হোয়াইটওয়াশ করে ছাড়ল রোহিত শার্মার দল।
আহমেদাবাদে বুধবার (১২ ফেব্রুয়ারি) তৃতীয় ওয়ানডেতে ভারতের জয় ১৪২ রানে। ৩৫৭ রানের লক্ষ্য তাড়ায় ইংল্যান্ড ২১৪ রানে গুটিয়ে গেছে ৩৪.২ ওভারেই। রানের হিসাবে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দ্বিতীয় বড় জয় এটি। ২০০৮ সালে রাজকোটে ১৫৮ রানে জিতেছিল তারা।
এবারের জয়ের নায়ক গিল। প্রথম দুই ম্যাচে ৮৭ ও ৬০ রানের পর এবার ১০২ বলে ১১২ রানের ইনিংস খেলেন তিনি। ১৪ চার ও ৩ ছক্কায় গড়া ইনিংসে ম্যাচ-সেরার স্বীকৃতি পান ২৫ বছর বয়সী ব্যাটসম্যান। তিন ম্যাচে ২৫৯ রান করে সিরিজের সেরাও তিনিই। চোট কাটিয়ে আগের ম্যাচে ফিরে ব্যর্থ হওয়া ভিরাট কোহলি এবার করেন ফিফটি। ৫৫ বলে ৭ চার ও এক ছক্কায় ৫২ রান করেন তিনি। ৮ চার ও ২ ছক্কায় ৬৪ বলে ৭৮ রানের ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার।
বড় লক্ষ্য তাড়ায় ১৭ ওভারে ২ উইকেটে ১২৩ রান তুলে ফেলেছিল ইংল্যান্ড। এরপর নিয়মিত উইকেট হারিয়ে দুইশ পেরিয়েই অল আউট হয়ে যায় তারা। ভারতের হয়ে ২টি করে উইকেট নেন আর্শদিপ সিং, হার্শিত রানা, আকসার প্যাটেল ও হার্দিক পান্ডিয়া। এই সফরে টি-টোয়েন্টি সিরিজ ৪-১ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজ ৩-০তে হারল জস বাটলারের দল। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাদের জন্য যা যথেষ্ট দুর্ভাবনার।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত: ৫০ ওভারে ৩৫৬ (রোহিত ১, গিল ১১২, কোহলি ৫২, শ্রেয়াস ৭৮, রাহুল ৪০, পান্ডিয়া ১৭, আকসার ১৩, ওয়াশিংটন ১৪, হার্শিত ১৩, আর্শদিপ ২, কুলদিপ ১* সাকিব ১০-০-৬৮-, উড ৯-১-৪৫-২, অ্যাটকিনসন ৮-০-৭৪-১, রুট ৫-০-৪৭-১, রাশিদ ১০-০-৬৪-৪, লিভিংস্টোন ৮-০-৫৭-০)
ইংল্যান্ড: ৩৪.২ ওভারে ২১৪ (সল্ট ২৩, ডাকেট ৩৪, ব্যান্টন ৩৮, রুট ২৪, ব্রুক ১৯, বাটলার ৬, লিভিংস্টোন ৯, অ্যাটকিনসন ৩৮, রাশিদ ০, উড ৯, সাকিব ২*; আর্শদিপ ৫-০-৩৩-২, হার্শিত ৫-১-৩১-২, ওয়াশিংটন ৫-০-৪৩-১, আকসার ৬.২-১-২২-২, পান্ডিয়া ৫-০-৩৮-২, কুলদিপ ৮-০-৩৮-১)
ফল: ভারত ১৪২ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজ ৩-০'তে জয়ী ভারত
ম্যান অব দা ম্যাচ: শুবমান গিল।
ম্যান অব দা সিরিজ: শুবমান গিল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ