ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে হারানোর এবার দক্ষিণ আফ্রিকাকেও হারালো নিউজিল্যান্ড। টানা দুই ম্যাচ জিতে সিরিজের ফাইনালে উঠল ব্লাক ক্যাপসরা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) লাহোরে সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেট এবং ৮ বল হাতে রেখে হারিয়েছে নিউজিল্যান্ড। টস হেরে আগে ব্যাট করা দক্ষিণ আফ্রিকা ওপেনার ব্রিটজকের ১৫০ রানের ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩০৪ রান সংগ্রহ করে।
৩০৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে কেন উইলিয়ামসনের ১৩৩ এবং ডেভন কনওয়ের ৯৭ রানের ইনিংসে ভর করে ৪৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা।
রান তাড়া করতে নামা নিউজিল্যান্ড প্রথম পাওয়ারপ্লেতে উইল ইয়ংয়ের উইকেট হারিয়ে ৫০ রান তোলে। ৩১ বলে ১৯ রান করা ইয়ং বশ্চের শিকারে পরিণত হন। তবে এই উইকেটেই দুঃস্বপ্নের শুরু প্রোটিয়াদের।

দ্বিতীয় উইকেট জুটিতে আরেক ওপেনার ডেভন কনওয়ের সঙ্গে দারুণ জুটি গড়ে তোলেন কেন উইলিয়ামসন। ৩৫.৩ ওভার পর্যন্ত এই জুটি স্থায়ী হয়, আর তাতেই ম্যাচ থেকে ছিটকে যায় প্রোটিয়ারা।
২৩৭ রানে ডালা জুনিয়র এই জুটি ভাঙেন কনওয়েকে বিদায় করে। সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে মুথুস্বামীর হাতে ক্যাচ দেন কনওয়ে। আউট হওয়ার আগে ১০৭ বলে ৯ চার ও ১ ছয়ে ৯৭ রান করেন এই ওপেনার।
আড়াইশ পূর্ণ হতে না হতেই ড্যারেল মিচেলকে হারায় নিউজিল্যান্ড। পরের বলেই এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন টম লাথাম। গোল্ডেন ডাক মারেন এই উইকেটকিপার।
পঞ্চম উইকেটে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান গ্লেন ফিলিপসের সঙ্গে আরেকটা জুটি গড়ে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন। ম্যাচ জেতানোর পথে ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
উইলিয়ামসন শেষ পর্যন্ত ১১৩ বলে ১৩ চার ও ২ ছয়ে ১৩৩ রানে অপরাজিত থাকেন। ফিলিপসও ৩২ বলে ১টি করে চার ও ছয়ে ২৮ রান করে তাকে সঙ্গ দেন।
দক্ষিণ আফ্রিকার পক্ষে মুথুস্বামী ২টি, এথান বশ্চ এবং জুনিয়র ডালা ১টি করে উইকেট শিকার করেন।
এর আগে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহ এনে দেন প্রথমবারের মতো জাতীয় দলের হয়ে ওয়ানডে খেলতে নামা ব্রিটজকে। ১৪৮ বলে ১১ চার ও ৫ ছয়ে ১৫০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটিই অভিষেকে সর্বোচ্চ ইনিংস খেলার রেকর্ড।
এছাড়া ইউয়ান মুল্ডার ৬০ বলে ৬৪ এবং জেসন স্মিথ ৫১ বলে ৪১ রান করেন।
নিউজিল্যান্ডের পক্ষে ম্যাট হেনরি এবং উইল ও'রুর্কি ২টি করে উইকেট শিকার করেন। মাইকেল ব্রেসওয়েল ১টি উইকেট শিকার করেন।
বিডি প্রতিদিন/মুসা