চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করেছে পাকিস্তান। এতে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে অংশগ্রহণ করছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এই সিরিজের ম্যাচে মাঠে নামার আগে লাহোরে আয়োজিত সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমা সংবাদ সম্মেলনে আসেন।
আর সেখানেই চ্যাম্পিয়নস ট্রফিতে চ্যালেঞ্জিংয়ের কথা তুলে ধরেন প্রোটিয়া অধিনায়ক। তার ভাষ্যে, বিশ্বকাপের চেয়ে চ্যাম্পিয়নস ট্রফিকে বেশি কঠিন।
সংবাদ সম্মেলনে প্রোটিয়া অধিনায়ক বলেন, ‘বিশ্বকাপে দলগুলো নিজেদের পারফরম্যান্স পর্যালোচনা, পুনরায় তৈরি হওয়া এবং মোমেন্টাম তৈরি করার মতো সময় পায়। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো ভুল পদক্ষেপের সুযোগ নেই। হয় টুর্নামেন্টের শুরু থেকেই ভালো করবেন, নয়তো বাদ পড়ে যাওয়ার ঝুঁকিতে থাকবেন। ৫০ ওভারের বিশ্বকাপের সঙ্গে তুলনা করলে এখানেই চ্যালেঞ্জ বেশি।’
ভারতের মাটিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অংশগ্রহণ ১০ দল। যেখানে সবার সঙ্গে খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ থাকা ৪ জন ওঠে সেমিফাইনালে। এই দৌড়ে প্রতিটি দল পেয়ে থাকে ৯টি করে ম্যাচ। অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে দুইটি গ্রুপে। যেখানে প্রতিটি দলের জন্য ম্যাচ থাকবে তিনটি করে। গ্রুপ থেকে দুটি করে দল যাবে সেমিফাইনালে। তাই প্রত্যেকটি ম্যাচ দলের জন্য গুরুত্বপূর্ণ।
চ্যাম্পিয়নস ট্রফিতে ২১ ফেব্রুয়ারি দক্ষিণ আফ্রিকার প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে।
বিডি প্রতিদিন/মুসা