ওয়ানডে ক্রিকেটে অভিষেক ম্যাচে সেঞ্চুরি করার কীর্তি আছে অনেক ব্যাটারের। তবে ওয়ানডে ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নেমেই আরও বড় কিছু করে দেখালেন দক্ষিণ আফ্রিকার ওপেনার ম্যাথু ব্রিটস্কি। অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করার পর নিজের ইনিংসকে টেনে নিলেন আরও অনেকটা দূর। এমন এক জায়গায় পৌঁছে গেলেন যেখানে এর আগে পা পড়েনি ক্রিকেট ইতিহাসের আর কারও। ক্যারিয়ারের প্রথম ওয়ানডেতে দেড়শ ছুঁয়ে গড়লেন রেকর্ড।
লাহোরে ত্রিদেশীয় সিরিজে নিউ জিল্যান্ডের বিপক্ষে সোমবার (১০ ফেব্রুয়ারি) ইনিংস শুরু করতে নেমে ঠিক ১৫০ রান করেন ব্রিটস্কি। প্রোটিয়া ওপেনারের ১৪৮ বলের ইনিংসটি সাজানো ৫ ছক্কা ও ১১ চারে। ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ ইনিংসের রেকর্ডটি এতদিন ছিল ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইন্সের। ১৯৭৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৪৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এবার তাকে পেছনে ফেলে রেকর্ডটি নিজের করে নিলেন ২৬ বছর বয়সী ব্রিটস্কি।
ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম ম্যাচে সেঞ্চুরি করা দক্ষিণ আফ্রিকার চতুর্থ ব্যাটসম্যান ব্রিটস্কি। সবশেষ এই কীর্তি গড়েছিলেন রিজ হেনড্রিকস, ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১০২ রান করেছিলেন তিনি। এর দুই বছর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেম্বা বাভুমা ১১৩ রান ও কলিন ইনগ্রাম ২০১০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ১২৪ রান করেছিলেন।
সব দেশ মিলিয়ে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করা ১৯তম ক্রিকেটার ব্রিটস্কি। সবার আগে এই কীর্তিটি গড়েছিলেন ইংল্যান্ডের ডেনিস অ্যামিস। ইতিহাসের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০৩ রান করেছিলেন তিনি। এই সংস্করণের ইতিহাসে প্রথম দুইটি সেঞ্চুরিই তার। পরেরবাঁর নিউজিল্যান্ডের বিপক্ষে ঠিক ১০০ রানের ইনিংস খেলেছিলেন অ্যামিস।
গাদ্দাফি স্টেডিয়ামে এদিন ইনিংস শুরু করতে নেমে দলের একপ্রান্ত আগলে রাখেন ব্রিটস্কি। দেখেশুনে খেলে ইনিংস গড়তে থাকেন তিনি। এক ছক্কা ও তিনটি চারে ফিফটিতে পা রাখেন ৬৮ বলে। দারুণ ব্যাটিংয়ে কাঙ্ক্ষিত তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পান ১২৮ বলে।
এর আগে লিস্ট ‘এ’ ক্যারিয়ারে ৫৮ ম্যাচ খেলে কেবল একটি সেঞ্চুরি করতে পেরেছিলেন ব্রিটস্কি, অপরাজিত ১৩১। এবার দ্বিতীয় সেঞ্চুরি করে রেকর্ডের পাতায় নাম লেখালেন তিনি। শতকের পর দ্রুত রান বাড়াতে শুরু করেন ব্রিটস্কি। সেঞ্চুরি ছোঁয়ার পর ওই ওভারেই ও’রোককে আরেকটি চার ও ছক্কা মারেন তিনি। বেন সিয়ার্সকে ছক্কার পর মারেন চার।
৪৫তম ওভারে ব্রিটস্কি ঝড় বইয়ে দেন সিয়ার্সের ওপর। এই পেসারকে টানা তিনটি চার মারার পর ওভারের শেষ বলে ছক্কায় উড়িয়ে দেড়শতে পা রাখেন তিনি। ওভারটি থেকে আসে ২০ রান। ম্যাট হেনরির স্লোয়ার বলে মিড-অফে ধরে পড়ে শেষ হয় ব্রিটস্কির চোখধাঁধানো ইনিংস।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ