ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করার কীর্তি আছে অনেক ব্যাটসম্যানের। কিন্ত দেড়শ' রানের ইনিংস নেই কারোরই। আজ সেটি করে দেখালেন দক্ষিণ আফ্রিকার অভিষিক্ত ওপেনার ম্যাথিউ ব্রিটজকে।
ওয়ানডে অভিষেকেই সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার ২৬ বছর বয়সী ব্যাটার ব্রিটজকে।
সোমবার লাহোরে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে ১৪৮ বলে খেলেছেন ১৫০ রানের ইনিংস।
ওয়ানডে অভিষেকে এতদিন সর্বোচ্চ রানের ইনিংস ছিল ১৪৮ রানের। ৪৭ বছর আগে নিজের অভিষেক ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ডেজমন্ড হেইন্স অস্ট্রেলিয়ার বিপক্ষে এই রেকর্ড করেছিলেন। ওয়ানডে অভিষেকে এতদিন পর্যন্ত সেটিই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ৪৭ বছর পর আজ সেই রেকর্ড ছাড়িয়ে যান প্রোটিয়া ব্যাটার।
ব্রিটজকে ওপেনিংয়ে নেমে প্রথম ৬৮ বলে করেছেন ফিফটি। ১০০ তে পৌঁছুতে খেলেছেন ১২৮ বল। কিন্তু পরের ৫০ করতে খেলেছেন মাত্র ১৯ বল। ১৪৭ বলে ১৫০ করেই নিজের নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। ১১ চার এবং ৫ ছক্কায় নিজের রেকর্ডগড়া ইনিংস সাজিয়েছেন তিনি। অবশ্য দেড়শ' পূরণের পরেই আউট হয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/মুসা