দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এর আগে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন ইংল্যান্ডের মিডল অর্ডার ব্যাটসম্যান জ্যাকব বেথেল।
ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে খেলেছিলেন বেথেল। গত বৃহস্পতিবার হেরে যাওয়া ওই ম্যাচে ৫১ রান করেন বাঁহাতি এই ব্যাটসম্যান। চোটের কারণে রবিবার দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারছেন না তিনি।
আগামী বুধবার মাঠে গড়াবে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের শেষ ওয়ানডেতেও খেলার সম্ভাবনা নেই ২১ বছর বয়সী বেথেলের।
পেশির চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে আছেন কিপার ব্যাটসম্যান জেমি স্মিথ। ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে তাই ম্যাচটি বদলি ফিল্ডার হিসেবে কোচিং স্টাফে থাকা মার্কাস ট্রেসকোথিক ও পল কলিংউডের নাম দিতে হয়েছে ইংল্যান্ডকে।
টম ব্যান্টনকে দলে যোগ করেছে ইংল্যান্ড। সোমবার ভারতে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
বেথেলের চোটের মাত্রা শিগগিরই পরীক্ষা-নিরীক্ষা করা হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেরে উঠতে তার হাতে খুব বেশি সময়ও নেই। তবে সময়ের মধ্যে স্মিথ সেরে উঠবেন বলে আশা করা হচ্ছে। রবিবার দলের সঙ্গে ওয়ার্ম-আপও করেছেন তিনি।
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে পরিবর্তন আনার শেষ সময় আগামী বুধবার।
এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে ৯টি ওয়ানডে খেলেছেন বেথেল। দুই ফিফটিতে রান করেছেন ২১৮, ব্যাটিং গড় ৩১.১৪। কার্যকর বাঁহাতি স্পিনও করতে পারেন তিনি। ওয়ানডেতে নামের পাশে রয়েছে ৫ উইকেট।
বিডি প্রতিদিন/মুসা