বিয়ে পিছিয়েও দলকে জেতাতে পারলেন না দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ডেভিড বেডিংহ্যাম। আগে থেকেই বিয়ের দিনক্ষণ সবকিছু ঠিকঠাক করে রেখেছিলেন তিনি। তবে নিজ দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ এসএটোয়েন্টিতে তার দল সানরাইজার্স ইস্টার্ন কেপ ফাইনালে ওঠায় একই দিনে পড়ে যায় ফাইনাল ম্যাচ এবং বিয়ের দিন। দলের হয়ে ফাইনাল ম্যাচ খেলার জন্য বিয়ের তারিখ পিছিয়ে দিয়েছেন বেডিংহ্যাম।
৬ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ারে পার্ল রয়্যালসকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে বেডিংহ্যামের দল সানরাইজার্স ইস্টার্ন কেপ। ফাইনাল ম্যাচ ৮ ফেব্রুয়ারি, ঠিক এদিনই বিয়ের তারিখ ঠিক করা ছিল বেডিংহ্যামের। বাধ্য হয়ে শেষমেশ বিয়ের তারিখ পিছিয়ে দেন তিনি।
কোয়ালিফায়ারের ম্যাচ শেষে মাঠেই এক সঞ্চালককে দেওয়া সাক্ষাৎকারে বেডিংহ্যাম জানিয়েছিলেন বিষয়টি। এছাড়া ইএসপিএন ক্রিকইনফো এক্সে এক বার্তা দিয়েও জানায় ফাইনালের দিনই বিয়ে ঠিক করা ছিল বেডিংহ্যামের। সবকিছু প্ল্যান করে বুক করা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে বিয়ের তারিখ পিছিয়ে দিতে হয়েছে।
বিয়ে পিছিয়ে দিয়েও লাভ হয়নি। ফাইনাল ম্যাচে আগে ব্যাট করতে নেমে এমআই কেপ টাউন তোলে ১৮১ রানের বিশাল পুঁজি। জবাব দিতে দলের হয়ে ওপেনিংয়ে নামেন ডেভিড বেডিংহ্যাম। ৮ বলে ৫ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। দলের ৭ রানের মাথাতে প্রথম ব্যাটার হিসেবে আউট হন বেডিংহ্যাম।
বাকিদের মধ্যে লড়াই করেছেন টনি ডি জর্জি এবং টম আবেল। ২৩ বলে ২৬ রানের ইনিংস খেলেন ডি জর্জি। আবেল করেছেন ২৫ বলে ৩০ রান। ১০৫ রানে অলআউট হয়েছেন বেডিংহ্যামরা। ৭৬ রানের জয়ে চ্যাম্পিয়ন হয়েছে এমআই কেপ টাউন।
টুর্নামেন্টের প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারও উঠেছিল ফাইনালে। তবে তাদের শ্রেষ্ঠত্ব থামিয়ে এবার শিরোপা জিতেছে এমআই কেপ টাউন। টুর্নামেন্টের প্রথম দুই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারও উঠেছিল ফাইনালে। তবে তাদের শ্রেষ্ঠত্ব থামিয়ে এবার শিরোপা জিতেছে এমআই কেপ টাউন।
বিডি প্রতিদিন/নাজিম