আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে ১২ ফেব্রুয়ারির মধ্যে প্রতিটি দেশকে তাদের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। অথচ ভারতের মাথাব্যথা এখনো জাসপ্রীত বুমরাহকে নিয়ে। এই পেসার এখনো পুরো ফিট নন। তাকে কি পাওয়া যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে?
দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুমরাহকে নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে পারেন প্রধান কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকার। বুমরাহ পুরো সুস্থ না হলেও মাঠে নেমে অনেক বোলারের থেকে বেশি ভালো বোলিং করতে পারেন। ফলে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হতে পারে।
বুমরাহকে নিয়ে গম্ভীর ও আগরকরকে পরামর্শ দিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার ভার্নন ফিল্যান্ডার। তার মতে, শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়, সারা বছর ধরেই বুমরাহর চোটের দিকে নজর রাখতে হবে তাদের। সব ম্যাচে বুমরাহকে খেলানো যাবে না। গুরুত্বপূর্ণ ম্যাচে খেলাতে হবে।
আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) আছেন বুমরাহ। সেখানে তার স্ক্যান এবং পর্যবেক্ষণ শেষ হয়েছে। খুব তাড়াতাড়ি সব মেডিক্যাল রিপোর্ট পাওয়া যাবে। বোর্ডের চিকিৎসক দলের সঙ্গে আলোচনা করা এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য বুমরাহকে আরও কিছু দিন এনএসসিতে থাকতে বলা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ