সামরিক বাহিনীর পর এবার মেয়েদের খেলায় তৃতীয় লিঙ্গের নারীদের অংশগ্রহণ নিষিদ্ধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার (৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প।
আদেশ অনুযায়ী, এখন থেকে নারীদের কোনো খেলায় তৃতীয় লিঙ্গের কেউ অংশ নিতে পারবেন না। এমনকি যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমন কিছুর অনুমতি দেয় তাদের অর্থায়ন বন্ধ করবে ফেডারেল সরকার।
আদেশনামায় বলা হয়েছে, নারীদের খেলায় অংশগ্রহণের ক্ষেত্রে ‘সেক্স’ বিবেচনায় নেওয়া উচিত। রিপাবলিকানদের দাবি, খেলায় স্বচ্ছতা আনার জন্যই এই নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। কিন্তু মানবাধিকার ও সমকামীদের সংগঠনগুলোর দাবি, ট্রাম্পের এই আদেশে বৈষম্য তৈরি হবে।
২০২৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের আসর বসবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। সেখানে নারীদের খেলা থেকে তৃতীয় লিঙ্গের অ্যাথলেটদের নিষিদ্ধ করার জন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) ওপর চাপ তৈরির পরিকল্পনা করছেন ট্রাম্প। এমনকি এলএ গেমসে অংশ নিতে চাওয়া তৃতীয় লিঙ্গের অ্যাথলেটদের যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন বাতিল করা হবে জানিয়েছেন ট্রাম্প।
সূত্র : বিবিসি।
বিডি-প্রতিদিন/বাজিত