আগামী শুক্রবার মাঠে গড়াবে বিপিএলের ফাইনাল ম্যাচ। আর ফাইনালের পরের দিনই শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য জাতীয় দলের ক্যাম্প।
চলতি মাসের ১৯ তারিখ থেকে মাঠে গড়াবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সবশেষ ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হয়েছিল। সেবারে সেমিফাইনাল পর্যন্ত গিয়েছিল টাইগাররা। যেকোনো আইসিসি আসরে সেটাই বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য। আর এবারের আসরের জন্য বাংলাদেশ দল গত মাসেই ঘোষণা করেছিল বিসিবি। যেখানে সাকিব আল হাসান, লিটন দাসের মতো ক্রিকেটাররা জায়গা পাননি দলে।
বিপিএলের ফাইনাল শেষে খুব একটা দেরি করতে চায় না বাংলাদেশ জাতীয় দল। শনিবার ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য টাইগারদের অনুশীলন ক্যাম্প। প্রথমে মিরপুর শের-ই বাংলার মাঠে হবে দলে থাকা ক্রিকেটারদের অনুশীলন।
বাংলাদেশ দলের ম্যানেজার নাফিস ইকবাল জানান, ৮ তারিখ থেকে শুরু হবে মূল অনুশীলন। পাইপলাইনে থাকা ক্রিকেটারদেরও দেখবেন প্রধান কোচ সিমন্স।
সবকিছু ঠিক থাকলে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অনুশীলন ক্যাম্প। এরপর ১৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ। সেখানে পৌঁছে একটি প্রস্তুতি ম্যাচ খেলারও কথা রয়েছে টাইগারদের। পরে নিজেদের প্রথম ম্যাচে ২০ ফেব্রুয়ারি ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ দল।
বিডি প্রতিদিন/মুসা