আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য পাকিস্তানের ১৫ সদস্যের দলে ফাহিম আশরাফের জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াসিম আকরাম। এই পেস বোলিং অলরাউন্ডারকে দলে দেখে খানিকটা অবাকই হয়েছেন দেশটির কিংবদন্তি পেসার।
৩১ বছর বয়সী ফাহিম সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ২০২৩ সালের ডিসেম্বরে। সবশেষ ওয়ানডে খেলেছেন তিনি ওই বছরের সেপ্টেম্বরে। এখন পর্যন্ত ৩৪ ওয়ানডেতে বল হাতে ৪৬.৩০ গড়ে তার উইকেট ২৬টি। ব্যাটিংয়ে রান ২২৪, গড় স্রেফ ১০.৬৬। সর্বোচ্চ ইনিংস ২৮।
বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টিতে ধারাভাষ্যকারের ভূমিকায় আছেন ওয়াসিম। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ফাহিমের দলে জায়গা পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তিনি জানান, “যে দল ঘোষণা করা হয়েছে, তা এখনও ঠিকমতো দেখিনি আমি। তবে কয়েকটি নাম দেখেছি, উদাহরণস্বরূপ, ফাহিম আশরাফ দলে আছে। তার জন্য শুভকামনা জানাই। প্রতিভাবান ক্রিকেটার সে। কিন্তু সবশেষ ২০ ম্যাচে তার বোলিং গড় ১০০ এবং ব্যাটিং গড় ৯। সে হঠাৎ করেই দলে এসেছে, খুশদিল শাহও তাই।”
২৯ বছর বয়সী বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার খুশদিল সবশেষ আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। ১০ ওয়ানডের সবশেষটি খেলেছেন তিনি সেই ২০২২ সালের অগাস্টে। লম্বা সময় পর তাদের জাতীয় দলে ফেরায় ভূমিকা রেখেছে চলতি বিপিএলে তাদের পারফরম্যান্স। ফরচুন বরিশালের হয়ে ১১ ম্যাচে ওভারপ্রতি ৭.১২ করে রান দিয়ে ফাহিম উইকেট নিয়েছেন ২০টি। সেরা বোলিং ৭ রানে ৫ উইকেট।
রংপুর রাইডার্সের হয়ে ১০ ম্যাচে খুশদিলের শিকার ১৭ উইকেট। ওভারপ্রতি ৬.০৩ করে রান দিয়েছেন তিনি। ব্যাট হাতে ১৭৫.২৯ স্ট্রাইক রেটে রান করেছেন ২৯৮। টানা তিন ম্যাচে তিনি করেছেন ২৪ বলে ৪৮, ৩৫ বলে ৭৩ ও ২৮ বলে ৫৯।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ