সিলেটকে হারিয়ে প্লে-অফের লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স। নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয় পেলেই প্লে-অফের টিকিট নিশ্চিত হবে মিরাজ-আফিফদের। সেই লক্ষ্যে মাঠে নেমেছে খুলনা।
শনিবার (১ ফেব্রুয়ারি) মিরপুরে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা।
ঢাকা ক্যাপিটালস একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, রিয়াজ হাসান, রহমত আলী, সাব্বির রহমান, থিসারা পেরেরা (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, ফরমানুল্লাহ সাফি, মেহেদী হাসান রানা, আবু জায়েদ, মুস্তাফিজুর রহমান।
খুলনা টাইগার্স একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ নাইম, অ্যালেক্স রস, উইলিয়াম বোসিস্টো, মাহিদুল ইসলাম অঙ্কন, আফিফ হোসেন, মোহাম্মদ নওয়াজ, হাসান মাহমুদ, জিয়াউর রহমান, নাসুম আহমেদ, মুসফিক হাসান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ