এক যুগ পর দিল্লির হয়ে ভারতের প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে খেলছেন বিরাট কোহলি। আর সেই ম্যাচ দেখার জন্য দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে জড়ো হয়েছেন প্রায় ১৫ হাজার দর্শক।
রেলওয়ের বিপক্ষে আজ টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দিল্লি। ম্যাচের ঘণ্টাখানেকের মধ্যেই কোহলির সঙ্গে সেলফি তুলতে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। তাছাড়া দিল্লি মেট্রো থেকে স্টেডিয়াম পর্যন্ত ‘কোহলি, কোহলি’ স্লোগান প্রতিধ্বনিত হতে থাকে। তখনই বোঝা গিয়েছিল গ্যালারিতে দর্শকদের জায়গা দিতে হিমশিম খাবে কর্তৃপক্ষ। হয়েছেও তা-ই!
অরুণ জেটলি স্টেডিয়ামের ১৬ ও ১৭ নম্বর গেটে স্থানীয় সময় সকাল ৭টা থেকেই লাইন ধরতে শুরু করেন দর্শকরা। গৌতম গম্ভীর স্ট্যান্ডের এই দুটি গেট দিয়ে সাধারণ দর্শকদের বিনামূল্যে প্রবেশের অনুমতি দিয়েছিল দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন।
উন্মাদনায় ভরপুর ভক্তরা সকাল ৯টার দিকে ব্যারিকেড ভেঙে ফেললে বাধ্য হয়ে ১৮ নম্বর গেট খুলে দেয় কর্তৃপক্ষ। গম্ভীর স্ট্যান্ড পূর্ণ হওয়ার তারা খুলে দেয় বিষেণ সিং বেদী স্ট্যান্ড। যা পূর্ণ হতে সময় লাগে মাত্র ১০ মিনিট।
উন্মাদনার মাঝে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি-ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন কিছু দর্শক। ভিড়ের মধ্যে পড়ে পাঁচ বছরের সন্তানসহ আহত হন এক দম্পতি। তাছাড়া এক পুলিশ কনস্টেবলের পায়ে চোট লাগায় তাকে ব্যান্ডেজও করানো হয়। এমন ঘটনার পর স্টেডিয়ামে বাড়তি নিরাপত্তার জন্য এক ডজন কমান্ডো পুলিশ রাখা হয়।
মূলত কোহলির ব্যাটিং দেখার আকাঙ্ক্ষা নিয়েই স্টেডিয়ামে হাজির হয়েছিলেন এতো দর্শক। কিন্তু তাদের হতাশ করে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক আয়ুশ বাদোনি।
বিডি প্রতিদিন/মুসা