টেস্টে ক্যারিয়ারের প্রথমবারের মতো ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন উসমান খাজা। স্মিথ ও খাজার দুর্দান্ত ব্যাটিংয়ে শক্ত অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়া। আউট হওয়ার আগে স্মিথ করেছেন ১৪১ রান।
ইতোমধ্যেই অস্ট্রেলিয়া পার করে ফেলেছে ৬০০ রানের কোটা। টেস্টের দ্বিতীয় দিনেই এই সংগ্রহ পার করার পেছনে রয়েছে খাজার আত্মবিশ্বাসী ব্যাটিং।
১১০ তম ওভারের প্রথম বলে কাভারে বল ঠেলে দিয়ে ১ রান নিয়ে ডাবল সেঞ্চুরি পূরণ করেন তিনি। আগে তার ক্যারিয়ারসেরা রান ছিল ১৯৫। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি সেই ইনিংসটি খেলেছিলেন ২০২৩ সালে। ডাবল সেঞ্চুরি করার পর গলের মাঠে সিজদাহ দিয়ে উদযাপন করেছেন নিজের এই দারুণ কীর্তি।
ব্যক্তিগত ২৩২ রান করে জয়সুরিয়ার বলে কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট হন খাজা।
শ্রীলঙ্কার মাটিতে অজি ব্যাটার হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন খাজার। ভেঙে দিয়েছেন ২০০৪ সালে জাস্টিন ল্যাঙ্গারের করা ১৬৬ রানের ইনিংসের রেকর্ড।
শুধু তাই নয়, খাজা এখন অ্যালান বোর্ডারের পর দ্বিতীয় অস্ট্রেলিয়ান, যিনি ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কায় টেস্ট সেঞ্চুরি করেছেন।
এই প্রতিবেদনে লেখা পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৬২৬ রান সংগ্রহ করেছে সফরকারী অস্ট্রেলিয়া।
বিডি প্রতিদিন/মুসা