১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। তবে টুর্নামেন্ট শুরুর আগে বড় দুঃসংবাদ পেলো দক্ষিণ আফ্রিকা। এবার চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন অন্যতম সেরা ব্যাটসম্যান ডেভিড মিলার। টি-টোয়েন্টি লিগ খেলতে গিয়ে চোট পেয়েছেন তারকা এই ব্যাটার।
গত কয়েক মাসে দক্ষিণ আফ্রিকার একাধিক ক্রিকেটার ইনজুরিতে পড়ে চলে গেছেন মাঠের বাইরে। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন নান্দ্রে বার্গার, লিজাড উইলিয়াম, ড্যারিন ডুপাভিলন, উইয়ান মুল্ডার এবং ওটনিল বার্টম্যানের মতো ক্রিকেটাররা। চোট পরবর্তী পুনর্বাসনের জন্য লুঙ্গি এনগিডিও নেই দলে। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়েছেন আনরিখ নরকিয়া।
চোটের কারণে এতদিন খেলতে পারেননি লুঙ্গি এনগিডি। এবার ইনজুরিতে পড়লেন মিলারও। তবে তার চোট কতটা গুরুত্বর, তা এখনও জানা যায়নি। কিন্তু এমন ইনজুরিতে তার চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়েও শুরু হয়েছে শঙ্কা।
দক্ষিণ আফ্রিকার লিগ এসএ ২০-এর দল পার্ল রয়্যালসের অধিনায়ক ডেভিড মিলার। দলটির হয়ে ফিল্ডিং করার সময় চোট পেয়েছেন তিনি। ডারবান সুপার জায়ান্টসের বিপক্ষে কাভারে ফিল্ডিং করছিলেন এই ব্যাটার। মার্কাস স্টয়েনিসের একটি ড্রাইভ আটকাতে গিয়ে চোট পান বাঁহাতি এই ব্যাটার।
বর্তমানে তার পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করছে ক্রিকেট সাউথআফ্রিকা (সিএসএ)। আশা করা হচ্ছে লুঙ্গি এনগিডি এবং মিলার দুজনকে নিয়েই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স খেলতে যেতে পারবে দক্ষিণ আফ্রিকা।
বিডি প্রতিদিন/মুসা