ওয়ানডে সিরিজ হারের পর এবার টি-টোয়েন্টি সিরিজও বাজেভাবে শুরু করলো বাংলাদেশ। সেন্ট কিটসে বাংলাদেশ সময় মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৮ উইকেটে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। এতে ৩ ম্যাচ সিরিজে ১-০ তে পিছিয়ে গেল নিগার সুলতানার দল।
এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ১৪৪ রান করে বাংলাদেশ। জবাবে হেইলি ও ডটিনের ব্যাটে সহজ জয় পায় ক্যারিবীয়রা। ২ উইকেট ও ১৯ বল হাতে রেখেই জয় পায় স্বাগতিকরা।
বাংলাদেশের ইনিংসে ৪০ বলে সর্বোচ্চ ৫৩ রান করে অপরাজিত ছিলেন অধিনায়ক নিগার সুলতানা। ১০৬ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিগারের এটি অষ্টম ফিফটি। টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের মেয়েদের ব্যক্তিগত সর্বোচ্চও এটি।
বাংলাদেশের হয়ে ৪১ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেছেন শারমিন আক্তার। তৃতীয় উইকেটে ৬২ বলে দুজন যোগ করেন ৮২ রান।
রান তাড়ায় উদ্বোধনী জুটিতেই ৮.৩ ওভারে ক্যারিবীয়দের ৬৩ রান এনে দেন কিয়ানা জোসেফ (২১ বলে ২৯) ও অধিনায়ক হেইল ম্যাথুস (৫৪ বলে অপরাজিত ৬০)। লেগ স্পিনার ফাহিমা খাতুন পরপর দুই ওভারে কিয়ানা ও শেমাইনে ক্যাম্পবেলকে ফিরিয়ে একটু আশা জাগিয়েছিলেন।
তবে এরপর ব্যাটিংয়ে নামা ডিয়ান্ড্রা ডটিন এক ফুৎকারে উড়িয়ে দেন সেই আশা। ২২ বলেই ৭ ছক্কায় ৫১ রান করে দলকে ১৭তম ওভারেই জয় এনে দেন ওয়েস্ট ইন্ডিজকে। ২১ বলে ফিফটি ছুঁয়ে মেয়েদের টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন ডটিন, ভেঙেছেন ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেরই গড়া ২২ বলের রেকর্ড। একই ভেন্যুতে বাংলাদেশ সময় শনিবার (৩০ জানুয়ারি) ভোরে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৪৪/৩ (নিগার ৫৩*, শারমিন ৩৭, সোবহানা ২২; ফ্রেজার ১/২৩)।
ওয়েস্ট ইন্ডিজ: ১৬.৫ ওভারে ১৪৫/২ (ম্যাথুস ৬০*, ডটিন ৫১*, জোসেফ ২৯; ফাহিমা ২/১৫)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।
ম্যাচসেরা: ডিয়ান্ড্রা ডটিন।
বিডি প্রতিদিন/নাজিম