ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের জন্য বিপত্তি নেমে এল। দলের দুই তরুণ তারকা নীতিশ কুমার রেড্ডি ও রিংকু সিং চোটের কারণে সিরিজ থেকে ছিটকে পড়লেন।
দ্বিতীয় ম্যাচের আগেই তাদের চোটের খবর পাওয়া যায়। নীতিশ রেড্ডির চোট গুরুতর এবং তিনি আর এই সিরিজে ফিরতে পারবেন না। রিংকু সিংয়ের কোমরে ব্যথা থাকায় তৃতীয় ম্যাচ খেলতে পারবেন কি না তা এখনও নিশ্চিত নয়।
নীতিশ রেড্ডি ও রিংকু সিং দুজনেই ভারতীয় দলের ভবিষ্যতের তারকা হিসেবে দেখা হচ্ছিল। তাদের চোটে দলের ভারসাম্য নষ্ট হতে পারে। বিশেষ করে নীতিশ রেড্ডি অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন।
স্কোয়াডে নতুন দুই মুখ:
দুই ক্রিকেটারের পরিবর্তে শিভাম দুবে ও রমনদীপ সিংকে দলে নেওয়া হয়েছে। শিভাম দুবে রঞ্জি ট্রফিতে দুর্দান্ত ফর্মে ছিলেন এবং রমনদীপ সিং আগেও জাতীয় দলে খেলেছেন।
ভারতের জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটি একটি বড় চিন্তার বিষয়। এই দুই ক্রিকেটারের অনুপস্থিতি দলের জন্য বড় ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে।
বিডি প্রতিদিন/আশিক