চ্যাম্পিয়নস ট্রফি শুরু হতে এক মাসও বাকি নেই। বিপিএলের মাঝে তাই ভাবতে হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি নিয়েও। আগামী সপ্তাহে লম্বা ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার কথা বাংলাদেশ কোচ ফিল সিমন্সের। ঢাকা পর্ব থেকে তিনি মাঠে বসেই পর্যবেক্ষণ করবেন বিপিএলের ম্যাচ।
তবে চলমান বিপিএলের কারণে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে ঘরের মাঠেই প্রস্তুতি সারতে হবে নাজমুল শান্তর দলকে। বৈশ্বিক এই আসরে যোগ দেওয়ার আগে চট্টগ্রামে প্রস্তুতি ক্যাম্প করার কথা রয়েছে বাংলাদেশের।
আইসিসি টুর্নামেন্টে সাধারণত হাইস্কোরিং উইকেটে খেলা হয়। সেই ভাবনা থেকেই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রস্তুতি সারতে চায় টিম ম্যানেজমেন্ট। তবে, বিপিএল থাকায় স্কোয়াডে সুযোগ পাওয়া সব ক্রিকেটারকে একসঙ্গে পাওয়া যাবে না ক্যাম্পে। ৭ ফেব্রুয়ারি বিপিএলের ফাইনালের পরই ক্যাম্পে যোগ দেবেন সব ক্রিকেটার।
আগামী ১৩ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফি খেলতে দেশ ছাড়ার কথা রয়েছে বাংলাদেশের। এর আগে অনুষ্ঠিত হবে পাঁচদিনের এই ক্যাম্প। ২০ ফেব্রুয়ারি নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
গ্রুপে বাংলাদেশের পরের দুটি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে। ২৪ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তিন দিন পর স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। হাইব্রিড মডেলের অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির মূল আয়োজক পাকিস্তান। সেখানকার তিনটি ভেন্যু হলো করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোর। পাশাপাশি নিরপেক্ষ ভেন্যু হিসেবে খেলা হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। সব মিলিয়ে মাঠে গড়াবে ১৫টি ম্যাচ। সবগুলো দিবারাত্রির।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ