বিপিএলে ঢাকা ও সিলেট পর্বে রানবন্যা হলেও চট্টগ্রাম পর্বে রানের গতি কিছুটা হলেও কমে এসেছে। বুধবার (২২ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে হাতে উইকেট রেখেও বড় স্কোর করতে পারেনি চিটাগাং কিংস।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে চিটাগাং কিংস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করেছে।
নাইম ইসলাম এবং জুবাইদ আকবরির উদ্বোধনী জুটি এদিন ৪৪ বলে মাত্র ৪০ রান তুলেছে। জুবাইদকে আউট করে এই জুটি ভাঙেন মোসাদ্দেক। ১৯ বলে ৩ চার ও ১ ছয়ে ২৩ রান করেন এই আফগান।
গ্রাহাম ক্লার্কও হাত খুলতে পারেননি। দলীয় ৮৯ রানের মাথায় তিনি বিদায় নেন। নাজমুল ইসলামের শিকারে পরিণত হওয়ার আগে ১৮ বলে ২ চারে ১৯ রান করেন ক্লার্ক। দুই বল পর তালাত হুসাইনকেও (২) আউট করেন নাজমুল।
পরের ওভারে বিদায় নেন আগের ম্যাচের ম্যাচসেরা নাইম ইসলাম। ৪০ বলে ৫ চার ও ২ ছয়ে ৪৪ রান করে আউট হন তিনি। ঢাকার হয়ে ২টি উইকেট পান মোসাদ্দেক ও নাজমুল ইসলাম অপু।
বিডি প্রতিদিন/মুসা