পুরো টুর্নামেন্ট জুড়েই বোলিংয়ে দুর্বলতা প্রকাশ পেয়েছে দুর্বার রাজশাহীর। চিটাগাং কিংসের বিপক্ষে আজ ভাল শুরু করলেও শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি তাসকিন আহমেদের দল। শুরুতে ব্যাট করে প্রথম ইনিংসের নির্ধারিত ওভার শেষে রাজশাহীকে ১৯২ রানের লক্ষ্য দিয়েছে চিটাগাং।
আজ সোমবার ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো হয়নি চিটাগাং কিংসের। দ্বিতীয় ওভারেই মারকুটে ওপেনার উসমান খানের উইকেট হারায় দলটি। তবে শুরুর ধাক্কা তেমন ক্ষতি করতে পারেনি চিটাগাংয়ের। দ্বিতীয় উইকেটে ৮৪ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের ভিত এনে দেন নাইম ইসলাম ও গ্রাহাম ক্লার্ক।
আসরে নিজের প্রথম ফিফটির দেয়া পেয়েছেন নাইম ইসলাম। তবে মাত্র পাঁচ রানের আক্ষেপ নিয়ে রান আউট হতে হয়েছে গ্রাহাম ক্লার্ককে। ৩ ছক্কা ও ২ চারে ২৮ বলে ৪৫ রান করেছেন তিনি। ৪১ বলে ৫৬ রান করে দলীয় ১১৯ রানে সানজামুল ইসলামের বলে বোল্ড হয়ে ফেরেন নাইম।
ভালো শুরু পেয়েছিলেন মোহাম্মদ মিথুনও। তবে ইনিংস বড় করতে পারেননি। ২০ বলে ৩২ রান করে ফেরেন তিনি।
শেষদিকে হায়দার আলীর ১৪ বলে ২৫ এবং রাহাতুল ফেরদৌসের ৮ বলে ১৬ রানের ক্যামিওতে ১৯১ রানের বড় সংগ্রহ দাঁড় করায় চিটাগাং।
রাজশাহীর হয়ে ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ। মোহর শেখ ২ উইকেট পেলেও ছিলেন বেশ খরুচে। একটি করে উইকেট পেয়েছেন জিশান আলম ও সানজামুল ইসলাম।
বিডি প্রতিদিন/মুসা