সার্বিয়ায় একটি রেল স্টেশনের ছাদধসে ১৫ জন নিহতের ঘটনায় ছাত্রদের নেতৃত্বে দেশটিতে সরকারবিরোধী আন্দোলন চলছে। সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া হাজারো মানুষের প্রতি সমর্থন জানিয়েছেন দেশটির টেনিস তারকা নোভাক জকোভিচ।
মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আট নিশ্চিত করার পর সংবাদ সম্মেলনে জকোভিচ বলেন, ‘আমি এমন ভাব করতে পারি না যেন কিছুই ঘটছে না। আমার সমর্থন সেই তরুণদের প্রতি যারা আমাদের দেশের ভবিষ্যৎ রক্ষা করার জন্য লড়ছে।’
৩৭ বছর বয়সী জকোভিচ জানান, সার্বিয়ায় যা ঘটছে, এরপর তিনি কোনোভাবেই শান্ত হয়ে বসে থাকতে পারেন না।
আন্দোলনে তার স্বদেশীদের ওপর চালানো ‘প্রতিহিংসার’ তীব্র নিন্দা করেছেন টেনিসের সর্বকালের অন্যতম সেরা এই টেনিস তারকা।
বেলগ্রেডে একটি ক্রসরোড ব্লকেড চলাকালে একজন ছাত্রকে একটি গাড়ি ধাক্কা দেয়ার ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘দুর্ভাগ্যবশত, এটি ছাত্র ও তরুণদের বিরুদ্ধে সহিংসতার একমাত্র ঘটনা নয়। এটি আমাদের সমাজের জন্য একটি বড় পরাজয়, সার্বিয়ান সমাজের জন্য একটি বড় পরাজয়।’
প্রসঙ্গত, গত ১ নভেম্বর সার্বিয়ার উত্তরাঞ্চলীয় শহর নোভি সাদের একটি রেল স্টেশনের ছাদধসে মারা যান ১৫ জন। এই ঘটনায় সাবেক পরিবহন মন্ত্রীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। অভিযোগ ওঠে দুর্নীতির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এরপরই সরকারের বিরুদ্ধে একের পর এক আন্দোলন শুরু হয়।
সূত্র : এএফপি।
বিডি-প্রতিদিন/বাজিত