আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে জায়গা হয়নি ওপেনার লিটন কুমার দাসের।
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে লিটনের না থাকায় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোস বলেছেন, 'আমি জানি লিটন দলে জায়গা পায়নি। দারুণ একটি ইনিংস খেলেছে সে। বাংলাদেশের নির্বাচকরা তাকে জায়গা দিতে পারে কিনা, কারণ সে দারুণ ফর্মে আছে। ক্লাস প্লেয়ার। আমি কিছুটা অবাক হয়েছি এটা দেখে। তবে নির্বাচকরা তাদের কাজ করছে। দারুণ একটি ইনিংস খেলেছে।'
অ্যামব্রোস আরও বলেন, 'ক্লাস প্লেয়ার সে। শুরুর দিকে রান পায়নি সে। হয়তবা এটি কারণ হতে পারে। সে কিছুটা সংগ্রাম করেছে। নির্বাচকরা সবসময় পারফরম্যান্সে নজর রাখবেন। যদি কেউ যথেষ্ট ভালো হয়ে থাকে, সামর্থ্য থাকে, তখন ফর্মে না থাকলেও নিতে চাইবেন অনেক সময়। তবে আমি তো আর নির্বাচক নই। সবসময় ফর্মের কথা আর পরিসংখ্যান দেখার বিপক্ষে আমি, একজন সাবেক ক্রিকেটার হিসেবে বলছি।'
এদিকে গতকাল রবিবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বিপিএলে দুর্বার রাজশাহীর বিপক্ষে দারুণ এক সেঞ্চুরী করেন লিটন। বিপিএলে প্রথম বাংলাদেশি হিসেবে মাত্র ৪৪ বলে দ্রুততম সেঞ্চুরির নজির গড়েন তিনি। ৫৫ বলে ১০টি চার আর ৯টি ছক্কার সাহায্যে ১২৫ রানের লড়াকু ইনিংস খেলেন।
এর আগের ম্যাচে ৪৩ বলে ১০টি চার আর এক ছক্কায় ৭৩ রানের ইনিংস খেলেন লিটন। টানা দুই ম্যাচে ভালো করার পরও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা হয়নি জাতীয় দলের এই ওপেনারের।
চ্যাম্পিয়ন্স ট্রফির দলে লিটনের বাদ পড়ার পেছনে মূল কারণ আন্তর্জাতিক ক্রিকেটে তার ধারাবাহিক বাজে পারফরম্যান্স।
বিডি প্রতিদিন/মুসা