বিপিএলে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।
এবারের মৌসুমে দারুণ ছন্দে থাকা রংপুর টানা ছয় ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে। অন্যদিকে চার ম্যাচে দুই জয় নিয়ে চার নম্বর রয়েছে মেহেদী হাসান মিরাজের খুলনা।
প্রথম দুই ম্যাচে জয় দিয়ে বিপিএলের শুরুটা দুর্দান্ত করেছিল খুলনা টাইগার্স। কিন্তু পরের দুই ম্যাচেই হারতে হয়েছে মিরাজ-আফিফদের। নিজেদের পঞ্চম ম্যাচে এবার শক্তিশালী রংপুর রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে তারা।
রংপুর রাইডার্সের একাদশ: স্টিভেন টেইলর, তৌফিক খান তুষার, নুরুল হাসান সোহান (অধিনায়ক), খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, শেখ মাহেদী, সাইফ হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, রেজাউর রহমান রাজা, নাহিদ রানা ও আকিভ জাভেদ।
খুলনা টাইগার্স একাদশ: মোহাম্মদ নাইম, ইমরুল কায়েস, রাসুলি, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ নওয়াজ, নাসুম আহমেদ, আবু হায়দার রনি, সালমান ইরশাদ ও হাসান মাহমুদ।
বিডি প্রতিদিন/মুসা