বিপিএলে দিনের প্রথম ম্যাচে আজ জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। প্রথমে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮২ রানের সংগ্রহ করেছিল সিলেট। জবাবে বড় লক্ষ্য তাড়া করতে নেমে সঠিক পথে ছিল খুলনা টাইগার্সও।
১৮ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংস খেলেন নওয়াজ। এ ছাড়া অঙ্কন ১৬ বলে ২৮ রান করেন। শেষ দিকে আবু হায়দার রনির ব্যাট থেকে আসে ৬ বলে ১৪ রান। যদিও ম্যাচটা জিততে পারেনি খুলনা।
ম্যাচ শেষে আক্ষেপ জানিয়ে সংবাদ সম্মেলনে রনি বলেন, ‘আসলে মানতে পারতেসিলাম না আউটটা। এটা ছয় হয়ে গেলে তো ম্যাচটা হয়ত আমরা জিতে যেতাম। আমার নিজের প্রতিও বিশ্বাস ছিল আমি এখান থেকে পারব। আরেকটু ভালো ব্যাটে লাগলে হয়ত ছয় হয়ে যেত। বিশ্বাস করতে পারতেছিলাম না আসলে পরিস্থিতিটা।’
মাঠে অঙ্কনের সঙ্গে কী কথা হয়েছিল জানিয়ে রনি বলেন, ‘অঙ্কনের সঙ্গে কথা হচ্ছিল আমরা দুইজনই যেহেতু পাওয়ারহিট করতে পারি আমাদের দুইজনেরই বিশ্বাস ছিল আমরা ম্যাচটা জেতাতে পারব। হয়নি, ইনশাল্লাহ পরের ম্যাচ চেষ্টা করব।’
পরের ম্যাচে প্রতিপক্ষ রংপুর রাইডার্স রনি জানান, ‘অবশ্যই প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ। আমাদের লক্ষ্য হচ্ছে সামনের দিকে যাওয়া। আমরা শেষ ২ ম্যাচই খারাপ খেলেছি এমন না, ভালো খেলেছি কিন্তু জিততে পারিনি। পরের ম্যাচ অবশ্যই রংপুর ভালো খেলছে টাফ অপনেন্ট। আমাদের নিজেদের সেরাটা খেলতে হবে তাদের সাথে জিততে হলে।’
বিডি প্রতিদিন/মুসা