জয় দিয়েই ২০২৫ সাল শুরু করেছে দুই স্প্যানিশ চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। ইউরোপের পরাশক্তি দুই জায়ান্ট বছরের প্রথম এল-ক্লাসিকো খেলতে আজ (রবিবার) রাতে মাঠে নামছে। এ নিয়ে টানা তিন মৌসুমেই স্প্যানিশ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বীরা। আগের দুই দেখায় বার্সেলোনা ও রিয়াল একবার করে জিতেছে।
সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে বাংলাদেশ সময় রাত ১টায় ম্যাচটি শুরু হবে। এর আগে দুই দলের সর্বশেষ এল-ক্লাসিকো হয়েছিল গত অক্টোবরে। যেখানে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল হ্যান্সি ফ্লিকের বার্সা। কার্লো আনচেলত্তির শিষ্যদের সামনে আজ প্রতিশোধের চ্যালেঞ্জ। তাদের তারকা মিডফিল্ডার ফেদে ভালভার্দের কণ্ঠেও পাওয়া গেল সেই ঝাঁজ।
সুপারকোপার গত দুই আসরের ফাইনালও হয়েছিল মধ্যপ্রাচ্যের দেশ সৌদিতে। প্রথমবার ২০২৩ সালে জিতেছিল বার্সেলোনা, পরের বছর রিয়াল মাদ্রিদ জিতে দেশটিতে দু’দল ১-১ সমতায় রয়েছে। দুই দলের সামনেই রয়েছে সেই সমতা ভাঙার সুযোগ। একইসঙ্গে রিয়ালের সামনে বার্সার সর্বোচ্চ ১৪ বার সুপারকাপ শিরোপার রেকর্ডে ভাগ বসানোর সুযোগ হাতছানি দিচ্ছে। এই প্রতিযোগিতায় লস ব্লাঙ্কোসরা চ্যাম্পিয়ন হয়েছে ১৩ বার।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ