অ্যাথলেটিক বিলবাওকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বার্সেলোনা। বুধবার (৮ জানুয়ারি) রাতে সৌদি আরবের জেদ্দায় টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে লামিনে ইয়ামাল ও গাভির গোলে ২-০ তে জয় পায় হ্যান্সি ফ্লিকের দল।
ম্যাচে ওলমোর জায়গাতেই খেলতে নেমে বার্সার জয়ে মুখ্য ভূমিকা রাখেন ২০ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার গাভি। ম্যাচের ১৭ মিনিটে গোল করে ওলমোর মতোই উদ্যাপন করেন, এরপর ৫২ মিনিটে লামিনে ইয়ামালকে গোল বানিয়ে দেন।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত ২ টায় দ্বিতীয় সেমিফাইনালে মায়োর্কার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ফাইনালে এ ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে সুপার কাপে সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন বার্সা।
গত আসরের ফাইনালে ভিনিসিউস জুনিয়রের হ্যাটট্রিকে বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ।
বিডি প্রতিদিন/মুসা