হোয়াইটওয়াশড হওয়া টেস্ট সিরিজের শেষটায় শাস্তিও পেয়েছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপ টাউন টেস্টে মন্থর ওভার রেটের জন্য ৫ পয়েন্ট কাটা পড়েছে তাদের। সঙ্গে ক্রিকেটারদের হয়েছে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা।
১০ উইকেটে হেরে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে নির্ধারিত সময়ে ৫ ওভার পিছিয়ে ছিল পাকিস্তান। তাই সফরকারীদের শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন। আইসিসির বিধান অনুযায়ী, প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়। একই সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট থেকে প্রতি ওভারের জন্য কাটা হয় এক পয়েন্ট করে।
দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তাই কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। সফরকারীদের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন মাঠের দুই আম্পায়ার কুমার ধার্মাসেনা ও নিতিন মেনন, তৃতীয় আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ এবং চতুর্থ আম্পায়ার স্টিভেন হ্যারিস।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ