সিলেট পর্বের প্রথম দিনের আবারও বরিশালের মুখোমুখি হচ্ছে রাজশাহী। একাদশ বিপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। ম্যাচটিতে ১৯৭ রানের পুঁজি পেলেও মাহমুদউল্লাহ রিয়াদ ও ফাহিম আশরাফের ব্যাটিং তাণ্ডবের কাছে হারতে হয়েছিল রাজশাহীকে।
সোমবার (৬ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রাজশাহীর বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে গড়ায় ম্যাচটি।
প্রথম দুই ম্যাচে ব্যর্থ হওয়ায় বরিশালের একাদশ থেকে জায়গা হারিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন প্রীতম কুমার। এ ছাড়া বরিশালের একাদশে রাখা হয়নি ইকবাল হোসেন ইমন ও মোহাম্মদ নবিকে।
তাদের দুজনের জায়গায় সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন ও পাকিস্তানের পেসার খান জাহানদাদ। এদিকে রাজশাহীর একাদশে ফেরানো হয়েছে জিসান আলমকে। তরুণ এই ওপেনারকে জায়গায় দিতে বাদ দেয়া হয়েছে সোহাগ গাজীকে।
বরিশাল একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), প্রীতম কুমার, কাইল মায়ার্স, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, ফাহিম আশরাফ, রিশাদ হোসেন, শাহিন আফ্রিদি, তানভীর ইসলাম এবং জাহান্দাদ খান।
রাজশাহী একাদশ
মোহাম্মদ হারিস, জিসান আলম, সাব্বির হোসেন, এনামুল হক (অধিনায়ক), আকবর আলী, রায়ান বার্ল, ইয়াসির আলী, হাসান মুরাদ, মোহর শেখ, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।
বিডি প্রতিদিন/মুসা