বাংলাদেশের শুরুটা হয়েছে প্রত্যাশিত সহজ জয়ে। কাজাখস্তানকে ৫-১ গোলে পরাজিত করেছে। এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) টুর্নামেন্টে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে নামছে আজ। প্রতিপক্ষ স্বাগতিক ইন্দোনেশিয়া। সন্ধ্যা ৭টায় ম্যাচটি শুরু হবে। শক্তির বিচারে শুধু জয় নয়, গোল উৎসবও করার কথা লাল-সবুজদের। কাজাখস্তানের চেয়ে ব্যবধান আরও বড় হওয়ার কথা। তারপরও কোচ মামুন উর রশিদ ও অধিনায়ক পুস্কর ক্ষিসা মিমো প্রতিপক্ষকে হালকা করে দেখছেন না। তাদের কথা ইন্দোনেশিয়াও জেতার চেষ্টা করবে। আমাদের সেরাটা দিতে হবে। যে কোনো প্রতিপক্ষকে খাটো করে দেখা বোকামি। এতে দুর্ঘটনার শঙ্কা থাকে।
‘বি’ গ্রুপে বাংলাদেশের পরবর্তী দুটি ম্যাচে কোনো বিশ্রাম নেই। মঙ্গলবার থাইল্যান্ড ও বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে। বড় কোনো অঘটন না ঘটলে গ্রুপের প্রতিটি ম্যাচই জিতবে মামুনের শিষ্যরা। ফাইনালে প্রতিপক্ষ হিসেবে ওমানকেই পাওয়ার সম্ভাবনা বেশি। এখানে যা একটু প্রতিদ্বন্দ্বিতা হতে পারে। কেননা বাংলাদেশকে হারানোর অভিজ্ঞতা রয়েছে তাদের। এএইচএফ কাপে বাংলাদেশ বরাবরই ফেবারিট। প্রথম দুই আসরে হংকং চ্যাম্পিয়ন হলেও এরপর টানা চারবারই ট্রফি বাংলাদেশের ঘরে।
এশিয়ার হকির দুর্বল এ টুর্নামেন্টে শিরোপা জেতাটা বড় কৃতিত্বের নয়। তবে না পারলে তো সমালোচনার ঢেউ বয়ে যাবে। সে ক্ষেত্রে জাতীয় দল আবারও চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরতে চায়। তা ছাড়া অনেকদিন পর জাতীয় দল খেলছে। এখানে পারফরম্যান্স যাচাই করার সুযোগ থাকছে।