১২৮ বছর পর অলিম্পিক গেমসে ক্রিকেট ফিরছে। ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে ইভেন্ট হিসেবে ক্রিকেট অন্তর্ভুক্ত থাকলেও মাত্র দুটি দেশ গ্রেট ব্রিটেন ও ফ্রান্স অংশ নিয়েছিল। ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেট থাকবে। পুরুষ ও নারী বিভাগে ছয়টি করে দেশ অংশ নিতে পারবে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তা নিশ্চিত করা হয়েছে। প্রতিটি দেশে ১৫ জন করে ক্রিকেটার থাকবেন। দল ও খেলোয়াড়ের সংখ্যা নির্ধারণ হলেও কীভাবে দল বাছাই হবে তা চূড়ান্ত করতে পারেনি আইসিসি। ধারণা করা হয়েছিল একটি নির্ধারিত সময়ে আইসিসি র্যাংকিংয়ে শীর্ষে থাকা ছয়টি দেশ সুযোগ পাবে অলিম্পিকে। এ ক্ষেত্রে স্বাগতিক যুক্তরাষ্ট্র সরাসরি খেললে র্যাংকিংয়ে শীর্ষে থাকা পাঁচ দেশ অলিম্পিকে খেলবে। এদিকে মেয়েদের দলের সংখ্যা বাড়ানো হলেও লস অ্যাঞ্জেলেস অলিম্পিক ফুটবলে পুরুষ দলের সংখ্যা কমবে। মেয়েদের ক্ষেত্রে ১২ থেকে দলের সংখ্যা ১৬ করা হচ্ছে।
অন্যদিকে পুরুষ ফুটবলে ১৬ থেকে ১২ করা হয়েছে। এ ছাড়া মেয়েদের বক্সিংয়ে ইভেন্ট বাড়ায় ওয়াটারপলোতে দুটি দল বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।